কাজে যাওয়ার পথে অন্তরায় চিনের প্রাচীর।
তাই প্রাচীর ভেঙে সহজ একটি বিকল্প পথ তৈরির চেষ্টা করেছিলেন দুই নির্মাণশ্রমিক।
সেই চেষ্টায় প্রাচীরের গায়ে গর্ত খোঁড়েন তাঁরা। গর্তটি এতটাই গভীর সেটি মেরামত করা প্রায় অসম্ভব।
গর্ত খুঁড়ে চিনের প্রাচীর ভাঙার চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে এক জন মহিলা।
ধৃতেরা দু’জনেই নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।
চিনের প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছিল ২২০ খ্রিস্টপূর্বাব্দে। মিং রাজবংশের সময় পর্যন্ত অব্যাহত ছিল প্রাচীর নির্মাণের কাজ।
‘মিং গ্রেট ওয়াল’ নামেও পরিচিত চিনের প্রাচীর।
১৯৮৭ সালে চিনের প্রাচীরকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো।
পরবর্তী খবর পড়ুন