media/unsplash:P9JAVSExxh0

মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষ। অবশ্য মূর্তি বসানোর কাজ এখনও সম্পূর্ণ হয়নি ।

media/unsplash:gucF8RY7jDA

দীপাবলিতেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের প্রবেশদ্বার।

media/unsplash:z3NhWL4O39Q

৭০ বছর বয়সি ভিলানাথন কৃষ্ণমূর্তি এই মন্দিরটির নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

media/unsplash:mFbWvdlrcwQ

হাসেনহেইড পার্কের কাছে মন্দির নির্মাণের জন্য জায়গা বরাদ্দ করে বার্লিন প্রশাসন।

media/unsplash:SZYreZsJ-fE

প্রথম দিকে আর্থিক সঙ্কট থাকলেও পরে অনুদান আসতে শুরু করে।

media/unsplash:zTgFtM6M9Gs

জার্মানিতে বসবাসকারী হিন্দুদের সহায়তায় মন্দিরটি তৈরি করা হয়েছে।

media/unsplash:PeWF9sHevNQ

দীপাবলিতে মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এই উপলক্ষে ছ'দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

media/unsplash:CY_ZCG6JLXU

মন্দিরের ভিতরে বসানো হবে গণেশের মূর্তি।