আপনার যদি ভ্রমণের শখ থাকে তবে জীবনে অবশ্যই এক বার এই সব জায়গায় যাওয়া উচিত।

এই সব জায়গা দেখার এবং ঘোরার দিক থেকে একেবারেই আলাদা। যিনি এখানে এক বার আসবেন তিনি কখনওই ভুলতে পারবেন না।

হিমাচল প্রদেশে অবস্থিত তোশ ভারতের অন্যতম সুন্দর দর্শনীয় স্থান। এখানকার বরফে ঢাকা পাহাড় আপনাকে মুগ্ধ করবেই।

তোশ

আপনি যদি শান্তি অনুভব করতে চান, তা হলে কর্নাটকের গোকর্ণে পৌঁছে যান। সমুদ্র উপকূলের কাছে এই জায়গাটিতে অনেক ঐতিহাসিক মন্দির রয়েছে।

গোকর্ণ

আপনি যদি ট্রেকিং করতে উৎসাহী হন, তা হলে হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় আসুন। এখানে আপনি ট্রেকিংয়ের পাশাপাশি অনেক পুরনো মঠ দেখতে পাবেন।

স্পিতি উপত্যকা 

অসমের ব্রহ্মপুত্র নদীর কাছে অবস্থিত মাজুলি দ্বীপ ভারতের বৃহত্তম নদী-দ্বীপগুলির মধ্যে অন্যতম। এখানে এলে মানসিক প্রশান্তি অনুভব করবেন।

মাজুলি দ্বীপ 

আপনি যদি দূরে কোনও সুন্দর সমুদ্র সৈকতে যেতে চান, তা হলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হ্যাভলক দ্বীপে পৌঁছে যান। এখানে কাটানো সন্ধ্যাগুলো স্মরণীয় হয়ে থাকবে আপনার জীবনে।

হ্যাভলক দ্বীপ