প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকরা হলেন আমাদের জীবনের স্থপতি।
যদিও শিক্ষকরা কখনই ছাত্রছাত্রীদের মধ্যে বৈষম্য করেন না, কিন্তু কিছু ছাত্রছাত্রী সবসময়ই শিক্ষকদের জন্য বিশেষ থাকেন।
আপনিও যদি আপনার শিক্ষকের প্রিয় ছাত্র হতে চান তা হলে জীবনে এই পাঁচটি জিনিস গ্রহণ করুন।
আপনার সময় সঠিক ভাবে পরিচালনা করতে শিখুন। প্রতি দিন সিদ্ধান্ত নিন প্রতিটি কাজের জন্য কতটা সময় বরাদ্দ করবেন। ঘড়ি দেখে সময়মতো কাজ করতে শিখুন।
সময়ের পরিচালনা
সময়ের পরিচালনা
শরীর সুস্থ থাকলে সবকিছুই ভাল থাকবে। তাই ব্যায়ামকে আপনার জীবনের অংশ করে তুলুন।
দৈনিক ব্যায়াম
আপনি যদি পড়াশোনা করেন তা হলে সেই সময়ে শুধু পড়াশোনাই করুন। মনকে একাগ্র করার চেষ্টা করুন। এর জন্য কিছু ব্যায়াম করা যেতে পারে।
একাগ্রতা
এক দিনে কোনও বড় লক্ষ্য অর্জন করা যায় না। তাই প্রতি দিন ছোট ছোট লক্ষ্য তৈরি করুন এবং সেগুলি পূরণ করতে মননিবেশ করুন।
প্রতি দিন ছোট ছোট লক্ষ্য তৈরি করুন
আপনি যদি শৃঙ্খলাবদ্ধ থাকেন তবে আপনি অন্যদের তুলনায় বহু গুণ এগিয়ে থাকতে পারবেন।
শৃঙ্খলাবদ্ধ হন