অন্যতম ভয়ঙ্কর প্রাণী হওয়া সত্ত্বেও, বিশ্বের বেশ কিছু দেশে সিংহ পোষার চল রয়েছে। আর তার ফলাফল মাঝেমধ্যে মারাত্মকও হয়। পোষ্য সিংহের কারণে ঘটা সে রকমই একটি ভয়াবহ ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সিংহের কাছে কেরামতি দেখাতে গিয়ে কী ভাবে আহত হলেন এক ব্যক্তি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির সিঁড়িতে বসে রয়েছে একটি সিংহ। এমন সময় এক মধ্যবয়স্ক ব্যক্তিও ওই সিঁড়িতে গিয়ে বসেন। ইশারা করেন সিংহটিকে। সিংহটিও প্রথমে বাধ্য ছেলের মতো সিঁড়ি দিয়ে নীচে নেমে আসে। আদরের কায়দায় ওই ব্যক্তির ঘাড়ের কাছে মাথা নিয়ে যায়। এর পরেই ঘটে বিপত্তি। ওই ব্যক্তির ঘাড়ে কামড় বসায় পশুরাজ। দাঁত ফুটে গিয়ে রক্ত বেরোতে থাকে তাঁর ঘাড় থেকে। এর পর সামনে থাকা এক যুবক এসে সিংহটিকে থাপ্পড় মারে। সঙ্গে সঙ্গে ওই মধ্যবয়স্ক ব্যক্তির ঘাড় ছেড়ে দেয় সিংহটি। সঙ্গে সঙ্গে সিঁড়ি থেকে নেমে আসেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভ্রিমা.এএল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ বলেছেন। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার মজার মজার মন্তব্যও করেছেন। কড়া প্রতিক্রিয়াও জানিয়েছেন অনেকে। বাড়িতে পোষ্য হিসাবে সিংহ রাখা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সিংহ বন্যপ্রাণী। এটিকে ঘরে রাখা মানে তার উপর নির্যাতন করা। আর সেই ফলই ভুগতে হয়েছে।’’