Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Viral Video

‘মারাত্মক গরমে’ চিনের রাস্তায় ফুলে যাচ্ছে গাড়ির বনেট! ভিডিয়ো নিয়ে উঠছে নানা প্রশ্ন

মাঝারি তাপেই দেশি- বিদেশি গাড়ির ভিনাইলের আস্তরণ ফুলেফেঁপে বেহাল দশা। তবে ভিডিয়োর সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন।

Video of cars with blown-up protective films due to extreme heat in China goes viral people questions reality

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৪ ১৭:৫০
Share: Save:

গ্রীষ্মের মাঝারি তাপমাত্রাতেই সমস্যায় পড়ছেন চিনের গাড়ির মা‌লিকেরা। রাস্তায় বা উন্মুক্ত স্থানে থাকা একের পর এক গাড়ির বনেট ফুলে বেলুনের মতো আকার নিয়েছে। চিনের বর্তমানে তাপমাত্রার পারদ ৩৩-৩৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। এই তাপমাত্রাতেই গাড়িতে গজিয়ে উঠছে স্ফীতোদর। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হতে অবাক হয়েছেন অনেকেই। ভিডিয়োটিতে একটি অডি-সহ একাধিক গাড়ির মডেল দেখানো হয়েছে। চিনের এক নাগরিকের এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে পোস্ট করা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, দিনের বেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক গাড়ির বনেট বা দরজার পাশের অংশ ফুলে উঠেছে। শুধুমাত্র চিনের দেশীয় প্রযুক্তিতে তৈরি গাড়ি নয়, অডির মতো গাড়িরও একই দশা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

যাঁর এক্স হ্যান্ডল থেকে এই পোস্টটি করা হয়েছে সেই জেনিফার জেং এক জন সাংবাদিক। তিনি পোস্টে লিখেছেন, “কোনও রসিকতা নয়, খুব গরম হলে ‘মেড-ইন-চায়না’ গাড়িগুলি দেখলে অন্তঃসত্ত্বা মনে হয়।’’ গত ৬ অগস্ট পোস্ট করা এই ভিডিয়ো কয়েক লাখ লোক ইতিমধ্যেই দেখে ফেলেছেন।

এই ভিডিয়ো দেখে অনেকেই নানা মত প্রকাশ করেছেন। এমনকি ভিডিয়োর সত্যতা নিয়েও উঠেছে প্রশ্ন। শুধু ‘মেড-ইন-চায়না’ গাড়ি নয়, অন্যান্য বিদেশি গাড়িরও নাকি বেহাল দশা। সমাজমাধ্যমে গাড়ি সম্পর্কে ওয়াকিবহালেরা লিখেছেন, ‘‘গাড়ির রংকে সুরক্ষা দিতে ভিনাইলের যে আস্তরণ দেওয়া হয় তা সূর্যের তাপে বিশাল বুদবুদ তৈরি করে ফেলেছে। গাড়ির ব্র্যান্ডের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’’ অনেকে আবার জানিয়েছেন, গাড়িতে নকল ও সস্তার ভিনাইলের আস্তরণ দেওয়ার জন্যই এই সমস্যা হয়েছে। গাড়িগুলোকে বাঁচাতে ছায়ায় রাখার পরামর্শ দিয়েছেন অনেকে। তবে অনেকে ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই তাপমাত্রায় গাড়ির এই হাল আদৌ হতে পারে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

অন্য বিষয়গুলি:

Viral Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy