রাস্তায় দাঁড়িয়েছিল এক বিশাল অস্ট্রিচ। যেন কোনও কিছুর অপেক্ষায় রয়েছে সে। অস্ট্রিচের পাশে দাঁড়িয়েছিলেন এক তরুণ। অস্ট্রিচের পিঠে ভর দিয়ে লাফিয়ে তার পিঠে চড়ে বসলেন তিনি। সঙ্গে সঙ্গে তরুণকে পিঠে বসিয়ে ছুটতে শুরু করল অস্ট্রিচটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।
আরও পড়ুন:
‘বিউটিফুল_শিনগুয়ো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অস্ট্রিচের পিঠে লাফিয়ে উঠে পড়লেন এক তরুণ। তরুণ উঠে পড়তেই লম্বা লম্বা পা ফেলে হাঁটা লাগাল অস্ট্রিচটি।
টাল সামলাতে না পেরে অস্ট্রিচের পিঠ থেকে নীচে পড়ে যাচ্ছিলেন তরুণ। অস্ট্রিচের গলা ধরে কোনও রকমে নিজেকে সামলে নিলেন তিনি। তার পর অস্ট্রিচের ডানা দু’টি ধরে ভাল ভাবে তার পিঠের উপর বসে পড়লেন তরুণ। হাতে একটি লাঠি নিয়ে তা তুলে ধরলেন তিনি। রাস্তায় বসেছিল একটি কুকুর। তরুণকে অস্ট্রিচের পিঠে চড়ে বসতে দেখে সে-ও একই অস্ট্রিচের পিছনে ছুট দিতে শুরু করল।