গোলের পর দ্য ব্রুইন। ছবি টুইটার
ইউরো কাপের শেষ ষোলোয় উঠে গেল বেলজিয়াম। বৃহস্পতিবার তারা ২-১ ব্যবধানে হারিয়ে দিল ডেনমার্ককে। গোল করে এবং করিয়ে ম্যাচের নায়ক কেভিন দ্য ব্রুইন।
জিতলেও গোটা ম্যাচ মোটেই সহজ যায়নি বেলজিয়ামের কাছে। কোপেনহাগেনে ঘরের মাঠে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। ১ মিনিট ৩৯ সেকেন্ডের মাথায় গোল করেন ইউসুফ পোলসেন। ইউরোর ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম গোল। রাশিয়ার দিমিত্রি কিরিচেঙ্কো দ্রুততম গোল করেছিলেন ১৭ বছর আগে, গ্রিসের বিরুদ্ধে ম্যাচে।
প্রথমার্ধে বেলজিয়ামকে রীতিমতো চেপে ধরেছিল ডেনমার্ক। আরও গোলের সুযোগ সামনে এলেও নষ্ট করে তারা। বিরতির পর দলের অন্যতম সেরা অস্ত্র দ্য ব্রুইনকে নামান বেলজিয়াম কোচ রবের্তো মার্টিনেস। তারপরেই খেলা ঘুরে যায়। মাঝমাঠে দাপট দেখাতে থাকেন দ্য ব্রুইন। প্রথমে রোমেলু লুকাকুর সঙ্গে জুটি বেধে থরগান অ্যাজারকে দিয়ে গোল করান। কিছুক্ষণ পরেই নিজে গোল করেন দ্য ব্রুইন।
Bravo, Belgium! The second team to qualify for the Round of 16 🥳#EURO2020 | #BEL pic.twitter.com/EFXNkvBfyA
— UEFA EURO 2020 (@EURO2020) June 17, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy