হতাশ করলেন মনু। ফাইল ছবি
রবিবার সকালেই ভারতীয় শুটিংয়ে একরাশ হতাশা। নিজের সব থেকে পছন্দের ইভেন্ট ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালেই উঠতে পারলেন না মনু ভাকের। তাঁর সতীর্থ যশস্বিনী দেশওয়ালও ফাইনালে উঠতে ব্যর্থ। ফলে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতকে।
অলিম্পিক্সের এই ইভেন্টের নিয়ম অনুযায়ী ছ’টি সিরিজ হওয়ার কথা ছিল। মোট পয়েন্টের বিচারে প্রথম আটজন যোগ্যতা অর্জন করতে পারতেন ফাইনালের জন্য। মনু সেখানে ১২তম স্থানে শেষ করেন। যশস্বিনী শেষ করেন তার পরেই। মনুর পক্ষে আরও হতাশার খবর হল, অষ্টম স্থানাধিকারীর সঙ্গে তাঁর পয়েন্টের তফাৎ মাত্র দুই।
প্রথম দুটি সিরিজে ভালই শুরু করেছিলেন হরিয়ানার মেয়ে। প্রথম সিরিজের পর পাঁচে এবং দ্বিতীয় সিরিজের পর আটে ছিলেন। কিন্তু দ্বিতীয় সিরিজের মাঝে তাঁর বন্দুকে কোনও গণ্ডগোল ধরা পড়ে। বেশ কিছুটা সময় হারান তিনি। পাশাপাশি আয়োজকদের তরফে কিছু প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ার কারণে ১০ মিনিট স্কোর জানা যায়নি।
জানা গিয়েছে, দ্বিতীয় সিরিজের মাঝে মনুর বন্দুকের ইলেকট্রনিক ট্রিগারে সমস্যা ধরা পড়ে। তিনি কোচ এবং এক বিচারকের সঙ্গে প্রতিযোগিতার এলাকা ছেড়ে বেরিয়ে সেই বন্দুক পাল্টে আনেন। যদিও এরপর থেকেই পিছিয়ে পড়তে থাকেন মনু।
India's #Tokyo2020 Shooting performance so far:
— India_AllSports (@India_AllSports) July 25, 2021
Women's 10m Air Pistol (Manu, Yashaswini): ❌
Men's 10m Air Pistol (Saurabh, Abhishek): ❌
Women's 10m Air Rifle (Apurvi, Elavenil): ❌
Men's 10m Air Rifle (Divyansh, Deepak): 0930 hrs today #Tokyo2020withIndia_AllSports
Dear o Dear | Heartbreak in Shooting 💔.
— India_AllSports (@India_AllSports) July 25, 2021
Manu Bhaker & Yashaswini Deswal miss out on qualifying for Final of 10m Air Pistol event.
Manu finished at 12th spot (575).
Yashaswini finished at 13th spot (574).
Last shooter to qualify (577 pts) #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/btOxJoJeMB
শেষ শটে যোগ্যতা অর্জন করতে গেলে ১০ পয়েন্ট স্কোর করতে হল মনুকে। তিনি ৮ স্কোর করেন। শেষ পর্যন্ত ৫৭৫ পয়েন্ট নিয়ে তিনি ১২ নম্বরে শেষ করেন। এক পয়েন্ট কম নিয়ে এক ধাপ পরে যশস্বিনী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy