টি২০ ক্রিকেটে লজ্জার এই রেকর্ডগুলি কাদের দখলে জানেন
টি২০ ক্রিকেটে কিন্তু একাধিক এরকম রেকর্ড রয়েছে, যেগুলি খোদ রেকর্ডধারীরাই বলতে পছন্দ করবে না। এক নজরে দেখে নেওয়া যাক টি২০-এর এমনই কিছু লজ্জার রেকর্ড।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১২:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
দিন কয়েক আগে ভারতের ১৮০ রানের জবাবে মাত্র ৮৭ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ৯৩ রানে ম্যাথুজদের হারিয়ে রেকর্ড বইয়ে নাম তুলে নিয়েছে রোহিত শর্মার ভারত। আন্তর্জাতিক টি২০-তে সর্বোচ্চ ব্যবধানে নিজেদের জয় পেল ভারত। রেকর্ড বইয়ে এ ভাবে নিজেদের নাম ওঠায় স্বভাবতই খুশি নয় শ্রীলঙ্কা। টি২০ ক্রিকেটে কিন্তু একাধিক এরকম রেকর্ড রয়েছে, যেগুলি খোদ রেকর্ডধারীরাই বলতে পছন্দ করবে না। এক নজরে দেখে নেওয়া যাক টি২০-এর এমনই কিছু লজ্জার রেকর্ড।
০২০৮
বাংলাদেশে ২০১৪ টি২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৩৯ রানে অল আউট হয় নেদারল্যান্ডস। ইনিংস স্থায়ী হয়েছিল মাত্র ১০.৩ ওভার। আন্তর্জাতিক টি২০-তে এটাই সর্বনিম্ন স্কোর।
০৩০৮
এক ওভারে সর্বাধিক রান দেওয়ার রেকর্ডটি রয়েছে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের দখলে। ২০০৭ বিশ্বকাপে ব্রডের এক ওভারে ছ’টা ছয় মারেন যুবরাজ সিংহ।
০৪০৮
টি২০-এর ইতিহাসে তৃতীয় সর্বাধিক রানাধিকারী হলেও সবচেয়ে বেশি বার শূন্য করার রেকর্ডও রয়েছে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশনের। মোট ১০ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।
০৫০৮
এক ইনিংস সর্বোচ্চ অতিরিক্ত দেওয়ার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। ২০০৭ বিশ্বকাপের প্রথম ম্যাচে দুই দল মিলিয়ে মোট ৪৫ অতিরিক্ত রান দেয়।
০৬০৮
এক ইনিংসে সর্বাধিক রান দেওয়ার রেকর্ডটি রয়েছে আয়ারল্যান্ডের ব্যারি ম্যাকার্থির দখলে। চলতি বছর আফগানিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে ৪ ওভারে ৬৯ রান দেন তিনি।
০৭০৮
টানা ম্যাচ হারার রেকর্ডটি রয়েছে জিম্বাবোয়ের দখলে। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে টানা ১৬টি ম্যাচ হেরে এই লজ্জার রেকর্ড করে জিম্বাবোয়ে।
০৮০৮
এক ইনিংসে সবচেয়ে বেশি শূন্য করার রেকর্ডটিও জিম্বাবোয়ের দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ম্যাচে জিম্বাবোয়ের মোট ছ’জন ক্রিকেটার কোনও রান না করেই আউট হন।