Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Eden Gardens

Eden: ইডেনের স্মৃতি, মাঠে নামার আগে আলোচনায় ঋদ্ধি-শামিরা

ইডেন নিয়ে বহু ক্রিকেটারের মধ্যেই রয়েছে আলাদা আবেগ। জীবনে এক বার এ মাঠে খেলার স্বপ্ন দেখেন অনেকেই। সে সবই আলোচনা করেছেন গুজরাতের ক্রিকেটাররা।

ইডেন গার্ডেন্স।

ইডেন গার্ডেন্স। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২২ ১৯:০৪
Share: Save:

ইডেন গার্ডেন্সে খেলার স্বপ্ন দেখেন বিশ্বের সব ক্রিকেটারই। সেই ইডেনে শেষ পর্যন্ত হচ্ছে আইপিএল। তাও আবার প্রতিযোগিতার প্লে-অফ পর্বের ম্যাচ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার আগে গুজরাত টাইটান্সের ক্রিকেটাররা ইডেন নিয়ে তাঁদের স্মৃতিরোমন্থন করলেন।

গুজরাত দলে রয়েছেন এমন দুই ক্রিকেটার, যাঁদের বেড়ে ওঠার অনেকটা অংশই ইডেনে। এই ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের বহু স্মৃতি। তাঁরা হলেন ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামি। দলের অন্যরাও ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএলের ম্যাচ খেলেছেন ইডেনে।

ঋদ্ধিমান বলেছেন, এই স্টেডিয়ামে এক দিন ছয় মারবেন— এমন স্বপ্ন দেখেই প্রথম বার পা রেখেছিলেন ইডেনে। যে দিন সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল, সে দিন ভীষণ আনন্দ পেয়েছিলেন। ঘরের মাঠের দর্শকদের সামনে নিজের সেরা ক্রিকেট তুলে ধরতে চান ঋদ্ধিমান। গুজরাত ক্রিকেটারদের ইডেন নিয়ে আলোচনা নেটমাধ্যমে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।

ইডেনে বাংলার বা দেশের হয়ে খেলার কথা বলেছেন শামিও। দলের ওপেনিং ব্যাটার শুভমন গিল আগে খেলতেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সেই অর্থে ইডেন তাঁরও ঘরের মাঠ ছিল আইপিএলে। তিনিও ইডেন নিয়ে নিজের স্মৃতি তুলে ধরেছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE