ধোনিকে প্রসংশায় ভরিয়ে দিলেন কোহলী। ফাইল চিত্র।
ফাইনালে উঠলে দশমীর দিন তাঁর দলের বিরুদ্ধেই খেলতে হবে। কিন্তু তাতে কী! মহেন্দ্র সিংহ ধোনিকে প্রসংশায় ভরিয়ে দিলেন বিরাট কোহলী।
টি-টোয়েন্টি বিশ্বকাপে হবু মেন্টরের ম্যাচ জেতানো ইনিংস দেখে উচ্ছ্বসিত কোহলী। টুইটারে লেখেন, ‘আবার রাজা ফিরে এসেছে। ক্রিকেটের সর্বকালের সেরা ফিনিশার। নিজেকে আর ধরে রাখতে পারিনি। আবার চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলাম।’
Anddddd the king is back ❤️the greatest finisher ever in the game. Made me jump Outta my seat once again tonight.@msdhoni
— Virat Kohli (@imVkohli) October 10, 2021
রবিবার আইপিএল-এ প্রথম কোয়ালিফায়ারে ৬ বলে অপরাজিত ১৮ রান করেন ধোনি। তিনি যখন ব্যাট করতে নামেন তখন চেন্নাই সুপার কিংসের ১১ বলে ২৪ রান দরকার ছিল। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। ধোনি দ্বিতীয় এবং তৃতীয় বলে চার মারেন। সেখানেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের।
আরও একবার ধোনিকে ম্যাচ জেতাতে দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি কোহলী।
সোমবার কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এলিমিনেটরে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। সেই ম্যাচে যারা হারবে, তারা এ বারের আইপিএল থেকে ছিটকে যাবে। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে দিল্লির বিরুদ্ধে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy