Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Champions League

UEFA Champions League: চেলসির সামনে রিয়াল, ম্যান সিটির মুখোমুখি কে, কেমন হল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের সূচি

শেষ আটে দেখা যাবে দুই দুঁদে কোচের মগজাস্ত্রের লড়াই। এক দিকে নীল ম্যাঞ্চেস্টারের পেপ গোয়ার্দিওলা। অন্য দিকে অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিয়োনে। রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে এই পর্যায়ে এসেছে অ্যাটলেটিকো। ফলে সিটির সামনেও কঠিন প্রতিপক্ষ।

দেখে নিন কে কার প্রতিপক্ষ

দেখে নিন কে কার প্রতিপক্ষ ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ১৭:৩৩
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র হয়ে গেল। গত বারের চ্যাম্পিয়ন চেলসির বিরুদ্ধে খেলবে রিয়াল মাদ্রিদ। ম্যাঞ্চেস্টার সিটির প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। ভিয়ারিয়াল খেলবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। বেনফিকার মুখোমুখি লিভারপুল।

গত বছর ফাইনালে ১-০ গোলে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি। এ বার সেমিফাইনালে উঠতে হলে স্পেনের দল রিয়াল মাদ্রিদকে হারাতে হবে তাদের। শেষ ষোলোয় মেসি, নেমারদের প্যারিস সঁ জঁ-কে হারিয়েছে রিয়াল। ফলে তাদের হারানো সহজ হবে না চেলসির পক্ষে।

শেষ আটে দেখা যাবে দুই দুঁদে কোচের মগজাস্ত্রের লড়াই। এক দিকে নীল ম্যাঞ্চেস্টারের পেপ গুয়ার্দিওলা। অন্য দিকে আতলেতিকোর কোচ দিয়েগো সিমিয়োনে। রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে এই পর্যায়ে এসেছে আতলেতিকো। ফলে সিটির সামনেও কঠিন প্রতিপক্ষ। তুলনায় অপেক্ষাক়ৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে বায়ার্ন ও লিভারপুল।

কোয়ার্টার ফাইনালে চেলসি ও রিয়াল মাদ্রিদের মধ্যে যে দল জিতবে সেই দল সেমিফাইনালে খেলবে ম্যাঞ্চেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে। অন্য দিকে ভিয়ারিয়াল ও বায়ার্ন মিউনিখের মধ্যে জয়ী দল খেলবে বেনফিকা-লিভারপুল ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE