Advertisement
০৬ নভেম্বর ২০২৪
ISL 2021-22

ISL 2021-22: আইএসএল-এর মাঝেই দলবদল, লাল-হলুদের বাতিল চিমা জামশেদপুরে

চলতি বছরই নাইজেরিয়ার ফুটবলার চিমাকে সই করায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে ১০টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।

চিমাকে সই করাল জামশেদপুর

চিমাকে সই করাল জামশেদপুর ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৪:১৬
Share: Save:

প্রতিযোগিতা প্রায় মাঝ পথে পৌঁছে গিয়েছে। প্রথম চারের লড়াইয়ে রয়েছে বেশ কয়েকটি দল। তার মধ্যেই দলের আক্রমণ ভাগকে শক্তিশালী করতে এসসি ইস্টবেঙ্গলের চিমা চুকুকে সই করাল জামশেদপুর এফসি। বাকি মরসুম পড়শি রাজ্যের ক্লাবের জার্সি গায়ে খেলবেন তিনি।

সই হয়ে যাওয়ার পরে দলবদল নিয়ে ৩০ বছরের চিমা বলেন, ‘‘জামশেদপুর এফসি-র মতো ক্লাবে সই করতে পেরে আমি গর্বিত। ক্লাব আমাকে যোগ্য মনে করেছে। ক্লাব কর্তারা আমার উপর যে ভরসা দেখিয়েছেন তাতে আমি খুব খুশি। দলকে জেতাতে ও সমর্থকদের মুখে হাসি ফোটানোর সব রকমের চেষ্টা করব।’’

চিমাকে সই করিয়ে খুশি জামশেদপুরের কোচ ওয়েন কয়েল। তিনি বলেন, ‘‘চিমা খুব ভাল ফুটবলার। ইতিমধ্যেই ও নিজের যোগ্যতা প্রমাণ করেছে। তাই ওর দিকে আমরা বেশ কয়েক দিন ধরে নজর রেখেছিলাম। ও আসায় আমাদের দলের আক্রমণ ভাগ আরও শক্তিশালী হল।’’

চলতি বছরই নাইজেরিয়ার ফুটবলার চিমাকে সই করায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে ১০টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। তাঁর খেলা দেখে মিশ্র প্রতিক্রিয়া ছিল সমর্থকদের মনে। নতুন ক্লাবে গিয়ে তাঁর ভাগ্য বদল হয় কি না সেটাই দেখার।

অন্য বিষয়গুলি:

ISL 2021-22 SC East Bengal Jamshedpur FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE