২৮ অগস্ট নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। ফাইল চিত্র
অনলাইনে ছাড়ার পর মাত্র ৩০ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল মরসুমের প্রথম ডার্বির টিকিট। টিকিট কাটতে না পেরে হতাশ হয়েছিলেন অনেক সমর্থক। তাঁদের জন্য সুখবর। ডার্বির টিকিট আরও এক বার বিক্রি শুরু হচ্ছে। ১৬ অগস্ট, মঙ্গলবার সকাল ১০টা থেকে অনলাইনে পাওয়া যাবে এটিকে মোহনবাগান ও ইমামি ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট।
ডুরান্ড কাপের আয়োজকরা জানিয়েছে, ডার্বির টিকিটের চাহিদা রয়েছে। তাই আরও এক বার অল্প সংখ্যক টিকিট ছাড়ছে তারা। যাঁরা আগের বার টিকিট কাটতে পারেননি তাঁদের কাছে এ বার টিকিট কাটার সুযোগ রয়েছে। তবে একমাত্র অনলাইনে ‘বুক মাই শো’-তে গিয়ে টিকিট কাটা যাবে। যাঁরা ইতিমধ্যে অনলাইনে টিকিট কেটে ফেলেছেন তাঁরা ১৬ থেকে ২২ অগস্টের মধ্যে নিজেদের টিকিট সংগ্রহ করতে পারবেন। ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবু থেকে সেই টিকিট দেওয়া হবে।
When it comes to Derby, Fans will inevitably go bonkers to watch the Match live. To all those crazy fans out there, if you have missed your chance to get your tickets, here's an exclusive chance to get your pic.twitter.com/wHlB2XgMW3
— Durand Cup (@thedurandcup) August 15, 2022
অনলাইনের পাশাপাশি অফলাইনেও পাওয়া যাবে ডুরান্ড কাপের সব খেলার টিকিট। ম্যাচের পাঁচ দিন আগে থেকে সেই টিকিট পাওয়া যাবে। অফলাইনে কতগুলি টিকিট থাকবে তা এখনও স্পষ্ট নয়। তাই অনলাইন টিকিটের চাহিদা বেড়েছে। কলকাতায় এ বারের ডুরান্ড কাপ হবে ২০টি দলকে নিয়ে। আইএসএলের প্রতিটি দলই অংশ নিচ্ছে। আই লিগ থেকে পাঁচটি এবং সেনাবাহিনী থেকে চারটি দল অংশ নেবে। কলকাতায় উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল-সহ মোট ২৭টি ম্যাচ হবে। ১৬ অগস্ট মহমেডান স্পোর্টিং ও এফসি গোয়ার মধ্যে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে প্রতিযোগিতা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy