এই গোলই সবথেকে প্রিয় রোনাল্ডোর। ফাইল ছবি
জুভেন্তাসের হয়ে মরসুমটা ভাল গিয়েছে। এবার ইউরো কাপে পর্তুগালের হয়ে ট্রফি ধরে রাখতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন সিআরসেভেন। তার আগে এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের দুটি গুরুত্বপূর্ণ জিনিস জানালেন রোনাল্ডো।
দীর্ঘ ফুটবল জীবনের প্রচুর গোল করেছেন তিনি। তাঁর সেরা গোল বাছতে গেলে বিশেষজ্ঞ বা সমর্থকদের মধ্যে তর্ক হওয়া অবশ্যম্ভাবী। কিন্তু রোনাল্ডোর নিজের কাছে কোন গোলটি সব থেকে প্রিয়? রোনাল্ডো উল্লেখ করেছেন, ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের হয়ে জুভেন্তাসের বিরুদ্ধে বাইসাইকেল কিকে করা সেই গোল, যা দেখে গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল।
সাক্ষাৎকারে পর্তুগিজ ফুটবলার বলেছেন, “আপনারা সবাই জানেন, আমি এখনও পর্যন্ত ৭৭৭টি গোল করেছি। দুর্ভাগ্যবশত, আমার প্রিয় গোলটি এখন আমি যে দলে খেলি, সেই জুভেন্তাসের বিরুদ্ধেই করা। আমার বন্ধু জিয়ানলুইগি বুফনের বিরুদ্ধে গোলটা করেছিলাম। আমার জীবনে সেরা গোল ওটাই।”
My body is my weapon. It’s the most important thing to me. In football, we are always told to eat well and train
— Cristiano Ronaldo (@Cristiano) June 2, 2021
well to have a longer professional career, but to me, recovery is a key ingredient. That's why I choose the best in recovery – @Therabody pic.twitter.com/G8Uwy67miQ
প্রিয় ট্রফি হিসেবে রোনাল্ডো বেছে নিয়েছেন ইউরো কাপকেই। বলেছেন, “২০১৬-র সেই ইউরো কাপের শুরুটা ভালই হয়েছিল। কিন্তু ফাইনালে (ফ্রান্সের বিরুদ্ধে) আমি চোট পেয়েছিলাম। কিন্তু ম্যাচের পর আনন্দের চোটে কাঁদছিলাম। তবে দিনের শেষে একটা অবিশ্বাস্য অনুভূতি হচ্ছিল! আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ট্রফি ইউরোই।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy