এ বার বোলার কোহলীকেও দেখা যেতে পারে। —ফাইল চিত্র
বিশ্বকাপে ভারতের হয়ে তৃতীয় ওপেনারের ভূমিকা পালনের পাশাপাশি ষষ্ঠ বোলার হিসাবেও দেখে যেতে পারে বিরাট কোহলীকে। মোহালির নেটে সেই আভাস পাওয়া গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামার আগে বেশ কিছু ক্ষণ বল করতে দেখা গিয়েছে কোহলীকে।
সোমবার ভারতের অনুশীলনে দেখা যায়, ব্যাট করতে নামার আগে প্রায় ৩০ মিনিট ধরে বল করেন কোহলী। বেশ গুরুত্ব দিয়ে কোহলীর বোলিং তদারক করতে দেখা যায় রাহুল দ্রাবিড়কে। বাকি সতীর্থরাও নেটের পাশে দাঁড়িয়ে কোহলীর বল করা দেখছিলেন। নিছক শরীর গরম করার জন্য নয়, বেশ গুরুত্ব দিয়ে বলে করেন কোহলী। কয়েকটি বল খেলতে সমস্যা হয় অক্ষর পটেলের। সেটা দেখেই মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ বোলার হিসাবে কোহলীকে দেখা যেতে পারে।
Look who’s opening bowling tomorrow 🤪 #IndvsAus @imVkohli @BCCI #viratkohli #virat #kohli #cricket #fans #TeamIndia #India pic.twitter.com/bR2W9mqZD9
— Punjab Cricket Association (@pcacricket) September 19, 2022
এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে এক ওভার বল করেছিলেন কোহলী। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নিয়মিত বল করতেন তিনি। জাতীয় দলে পা রাখার পরেও মাঝেমধ্যে তাঁকে দিয়ে বল করাতেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু গত কয়েক বছরে সে রকম বল হাতে দেখা যায়নি তাঁকে। সেই ভূমিকাতেও নিজেকে তৈরি রাখতে চাইছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেললেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও এক দিনের সিরিজ খেলবে ভারত। এই দু’টি সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছেন রোহিত শর্মারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy