আইপিএলের নিলামে দল গুছিয়ে নিয়েছিল সকলেই। তবু আরও এক জন বিদেশি ক্রিকেটারকে সই করালেন মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। আগামী আইপিএলে হার্দিক পাণ্ড্য, রোহিত শর্মাদের সঙ্গে খেলতে দেখা যাবে আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানকে।
এক আফগান স্পিনারের পরিবর্ত হিসাবেই মুজিবের সঙ্গে চুক্তি করেছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নেরা। নিলামে আফগানিস্তানের স্পিনার আল্লা গজ়নফরকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। চোটের জন্য তিনি ছিটকে গিয়েছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। জ়িম্বাবোয়ে সফরে গিয়ে শিরদাঁড়ায় চোট পান গজ়নফর। অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে খেলতে পারবেন না আইপিএলেও। তাই গজ়নফরের পরিবর্ত হিসাবে মুজিবকে দলে নিল মুম্বই। রবিবার এই খবর জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। গজ়নফরের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে দলের পক্ষ থেকে।
আরও পড়ুন:
গজ়নফরের মতো মুজিবও আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই চোটের জন্য। তবে আইপিএলের আগে তিনি ফিট হয়ে যাবেন। তাই এক আফগান স্পিনারের পরিবর্তে আর এক আফগান স্পিনারকেই বেছে নিলেন মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। টি-টোয়েন্টি ক্রিকেটে মুজিব অত্যন্ত কার্যকর বোলার হিসাবে পরিচিত। ২০ ওভারের ক্রিকেটে সব মিলিয়ে প্রায় ৩৩০টি উইকেট রয়েছে তাঁর। ১৭ বছর বয়সে আইপিএলে অভিষেক হয় তাঁর। কিংস ইলেভেন পঞ্জাব এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে মুজিবের।