Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
Rohit Sharma

তিন বছর পর শতরান! বিশ্বজয়ী অধিনায়ককে টপকে গেলেন রোহিত শর্মা

এক দিনের ক্রিকেটে পন্টিংয়ের ৩০টি শতরান হতে লেগেছিল ৩৭৫টি ম্যাচ। রোহিত করলেন ২৪১টি ম্যাচে। ফলে সর্বাধিক শতরানের তালিকায় পন্টিংয়ের উপরে চলে গেলেন রোহিত।

ইনদওরে ৮৫ বলে ১০১ রান করেন রোহিত। শতরান করার পরের মুহূর্তেই আউট হয়ে যান ভারত অধিনায়ক।

ইনদওরে ৮৫ বলে ১০১ রান করেন রোহিত। শতরান করার পরের মুহূর্তেই আউট হয়ে যান ভারত অধিনায়ক। ছবি: বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ১৬:৫৬
Share: Save:

তিন বছর পর এক দিনের ক্রিকেটে শতরান করেছেন রোহিত শর্মা। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়ককে এতটা অপেক্ষা আগে কখনও করতে হয়নি। খরা কাটানোর পথে রিকি পন্টিংকেও টপকে গেলেন তিনি। পন্টিংয়ের মতোই এক দিনের ক্রিকেটে সমসংখ্যক শতরান হল রোহিতের। তবে ভারতের অধিনায়ক অনেক কম ম্যাচে এই কীর্তি গড়েছেন। তাই তিনি উঠে এলেন তৃতীয় স্থানে।

এক দিনের ক্রিকেটে পন্টিংয়ের ৩০টি শতরান হতে লেগে গিয়েছিল ৩৭৫টি ম্যাচ। রোহিত সেই মাইলফলকে পৌঁছলেন ২৪১টি ম্যাচে। ফলে এক দিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের তালিকায় পন্টিংয়ের উপরে চলে গেলেন রোহিত। তালিকায় সবার উপরে সচিন তেন্ডুলকর। তাঁর ৪৯টি শতরান রয়েছে। তার পরেই কোহলির ৪৬টি শতরান। রোহিত তৃতীয় স্থানে ৩০টি শতরান নিয়ে। অর্থাৎ, এক দিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের তালিকায় প্রথম তিনজনই ভারতীয়।

দীর্ঘ দিন ধরেই রোহিতকে প্রশ্ন করা হচ্ছিল, এক দিনের ক্রিকেটে কবে তাঁর ব্যাট থেকে শতরান পাওয়া যাবে। ২০১৯ বিশ্বকাপে যিনি সেমিফাইনাল পর্যন্ত খেলে পাঁচটি শতরান করেছিলেন, তাঁকে অপেক্ষা করতে হল তিন বছর। রোহিত অবশ্য বরাবরই বলে এসেছিলেন, তাঁর শতরান সময়ের অপেক্ষা। সেই অপেক্ষা শেষ হল মঙ্গলবার।

এ দিন ইনদওরে ৮৫ বলে ১০১ রান করেন রোহিত। শতরান করার পরের মুহূর্তেই আউট হয়ে যান ভারত অধিনায়ক। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ৬টি ছক্কা দিয়ে। শুরু থেকেই মারমুখী ছিলেন রোহিত। তিনি এবং শুভমন মিলে ভারতকে বড় রান তোলার জমিটা তৈরি করে দেন। ওপেনিং জুটিতে ২১২ রান তোলেন রোহিত এবং শুভমন। মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হন রোহিত। বল নীচু হয়ে যাওয়ায় লাইন ফস্কান তিনি। তাতেই বোল্ড হন রোহিত। আউট হওয়ার আগে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছেন অধিনায়ক।

রোহিত শেষ শতরান করেছিলেন ২০২০-র জানুয়ারিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ১১৯ রান করেছিলেন তিনি। তিন বছর পর এক দিনের ক্রিকেটে আবার শতরান এল রোহিতের ব্যাটে। মাঝে একাধিক অর্ধশতরান এলেও শতরান আসছিল না। বিরাট কোহলিও দীর্ঘ দিন শতরান পাচ্ছিলেন না। গত বছর শতরান করেছিলেন তিনি।

অন্য বিষয়গুলি:

Rohit Sharma Ricky Ponting BCCI India vs New Zealand 2023
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy