বাবরদের সতর্কবার্তা প্রাক্তন পাক ক্রিকেটারের। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ব্যাটিং নিয়ে চিন্তায় রয়েছেন সে দেশের প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদ। তাঁর মতে, বাবর আজমদের দলে এক জন ভাল মিডল অর্ডার ব্যাটার নেই। ভারতীয় দলে মিডল ওভারে দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকে বিরাট কোহলির। কিন্তু পাকিস্তান দলে কোহলির মতো কোনও ব্যাটার নেই। তাই বাবরকেই সেই দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন জাভেদ।
পাকিস্তানের বিশ্বকাপের দল নিয়ে সংবাদমাধ্যমে জাভেদ বলেন, ‘‘পাকিস্তানের কাছে এক জন কোহলি নেই। তার ফলে ওপেনে বাবর ও রিজওয়ান জুটির উপরে অনেকটা নির্ভর করতে হয়। ওরা আউট হয়ে গেলেই দর্শকরা উঠে যান। তা হলে এত ক্রিকেটারকে খেলিয়ে কী হল! দু’জনের উপর নির্ভর করে বিশ্বকাপ জেতা যায় না। মিডল ওভারে রান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক জনকে দরকার।’’
এই সমস্যা সমাধানের জন্য বাবরদের পরামর্শও দিয়েছেন জাভেদ। তিনি বলেন, ‘‘এই সমস্যা সমাধানের একটাই উপায়। বাবরকে চার নম্বরে ব্যাট করতে নামতে হবে। ওকে মিডল ওভারে রান করতে হবে। তার পরে আসিফ আলি আছে। শেষ দিকে নেমে ও বড় শট খেলতে পারবে।’’
পাকিস্তানের রিজার্ভ বোলারদের নিয়েও খুব একটা আশাবাদী নন জাভেদ। তিনি বলেন, ‘‘আমাদের তিন জন প্রধান বোলার না থাকায় কী হয়েছে সেটা সবাই দেখেছে। বাকিদের সেই ক্ষমতা নেই। শুধু কয়েক জন ক্রিকেটারের উপর নির্ভর করে বিশ্বকাপ জেতা যাবে না। ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। ব্যাটার ও বোলাদের মানসিকতা বদলাতে হবে। তবেই বিশ্বকাপে আমরা ভাল ফল করতে পারব।’’
২৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে পাকিস্তান। এশিয়া কাপের পরে এ বার বিশ্বকাপেও ভারতকে হারাতে মরিয়া বাবররা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy