ঝামেলায় জড়ালেন লাহিরু-লিটন। ছবি টুইটার
টি২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই ঝামেলায় জড়িয়ে পড়লেন লিটন দাস। ঘটনার প্রভাব এতটাই যে তা পৌঁছতে পারে ম্যাচ রেফারির কাছেও। টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। সেই ঘটনা ঘিরেই ঝামেলা লেগে গেল লিটন এবং শ্রীলঙ্কার লাহিরু কুমারার মধ্যে।
বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমেছিলেন লিটন। সেই সময় কুমারার বলে ব্যাট করার সময় তাঁর মারা একটি বল ফিরে আসে শ্রীলঙ্কার বোলারের হাতেই। সঙ্গে সঙ্গে সেই বল ছুড়ে দিয়েছিলেন তিনি। লিটনের গায়ে না লাগলেও সেই ঘটনার প্রভাব সেখানেই থেমে যায়নি।
ষষ্ঠ ওভারের পঞ্চম বলে কুমারার বলেই ক্যাচ দিয়ে আউট হন লিটন। মিড অফে শনাকার হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশের ওপেনার। সঙ্গে সঙ্গে দেখা যায় কুমারা এবং লিটনের মধ্যে প্রবল উত্তেজনায় উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে। বাংলাদেশের অন্য ওপেনার মহম্মদ নইম এসে আলাদা করেন দু’জনকে। এগিয়ে আসেন আম্পায়াররাও। লিটন এবং কুমারাকে ধাক্কাধাক্কি করতেও দেখা যায়।
The verbal argument between #LitonDas and #DushmanthaChameera shows the rivalry of #SlvsBan during the Nidhas Trophy is not over yet.
— M.H. Fahad (@MH_Fahad211) October 24, 2021
This is something we don't want to see in #Cricket field.#BANvSL #T20WorldCup21 #Crickettwitter pic.twitter.com/Rw7xC6TqkW
ম্যাচ শেষে দু’জনকে ম্যাচ রেফারি শাস্তি দেন কি না সেই দিকে নজর থাকবে দুই দলের। ১৬ বলে ১৬ রান করে আউট হন লিটন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy