পাকিস্তানের দুই ওপেনারের মাঝে অন্য লড়াই চলছে। —ফাইল চিত্র
মাঠের মধ্যে তাঁরা সতীর্থ। একসঙ্গে লড়াই করেন। দেশকে জেতানোর চেষ্টা করেন। কিন্তু মাঠের বাইরে তাঁরা দু’জন আলাদা ব্যাটার। দু’জনেই চেষ্টা করেন একে অপরকে ছাপিয়ে যেতে। সেটাই দেখা গেল। সতীর্থ বাবর আজমকে টপকে টি-টোয়েন্টিতে আইসিসির পুরুষ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গেলেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান।
রিজওয়ান পাকিস্তানের তৃতীয় ব্যাটার যিনি এই তালিকায় শীর্ষে গেলেন। পাকিস্তানের হয়ে প্রথম এই কীর্তি করেছিলেন মিসবা উল হক। ২০০৮ সালের ২০ এপ্রিল থেকে ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৩ দিন আইসিসির ক্রমতালিকায় এক নম্বর ব্যাটার ছিলেন তিনি। দলের বর্তমান অধিনায়ক বাবর শীর্ষে ছিলেন ১১৫৫ দিন। তাঁকে সরিয়ে এক নম্বরে উঠে এলেন রিজওয়ান।
A new No.1 👀
— ICC (@ICC) September 7, 2022
Pakistan skipper Babar Azam has been dethroned at the top of the @MRFWorldwide ICC Men's T20I Player Rankings for batters👇https://t.co/Uz4IN73bj8
ভারতের বিরুদ্ধে ৭১ রান করেছেন রিজওয়ান। তার ফলে পয়েন্ট বেড়েছে তাঁর। এখন রিজওয়ানের পয়েন্ট ৮১৫। তালিকায় দু’নম্বরে রয়েছেন বাবর। তাঁর পয়েন্ট ৭৯৪। এ বারের এশিয়া কাপে এখনও পর্যন্ত ব্যাটে রান নেই বাবরের। তিন ম্যাচে পাকিস্তানের অধিনায়ক করেছেন মাত্র ৩৩ রান। সেই কারণে কিছুটা পিছিয়ে পড়েছেন তিনি। তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। তাঁর পয়েন্ট ৭৯২। ভারতের সূর্যকুমার যাদব রয়েছেন চার নম্বরে। তাঁর পয়েন্ট ৭৭৫। পাঁচ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের দাউইদ মালান। তাঁর দখলে রয়েছে ৭৩১ পয়েন্ট। প্রথম দশে সূর্যকুমার ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার জায়গা পাননি।
এ বারের এশিয়া কাপে ছন্দে রয়েছেন রিজওয়ান। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সব থেকে বেশি রান করেছেন তিনি। তিন ম্যাচে তাঁর রান ১৯২। গড়ে ৯৬। সর্বোচ্চ অপরাজিত ৭৮। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচে ৭৩.৩৮ গড়ে ১৫৪১ রান করেছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy