ফের ফিরতে চলেছে এই দৃশ্য। —ফাইল চিত্র
পেরুকে হারিয়ে উঠে নেমার বলেছিলেন ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলে জিততে চান। তাঁর প্রথম ইচ্ছা পূর্ণ হয়েছে। কলম্বিয়াকে হারিয়ে কোপার ফাইনালে পৌঁছেছেন লিয়োনেল মেসিরা। দেখে নেওয়া যাক এর আগে কবে কবে দুই দেশ মুখোমুখি হয়েছে কোপার মঞ্চে।
দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ পরবর্তী সময়ে নাম পাল্টে হয় কোপা আমেরিকা। মোট ন’বার ফাইনালে মুখোমুখি হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। তার মধ্যে সাত বার জিতেছে আর্জেন্টিনা। মাত্র দু’বার শেষ হাসি হেসেছে ব্রাজিল। এ বারের কোপায় নেমাররা কি পারবেন ইতিহাসের বিপক্ষে ফলাফল করতে।
২০ বার ফাইনালে উঠে মোট ন’বার কোপা জিতেছে ব্রাজিল। অন্য দিকে আর্জেন্টিনার কোপা জয় হয়েছে ১৪ বার। ২৮ বার ফাইনাল খেলেছে তারা। উরুগুয়ের পরেই সব থেকে বেশি কোপা জয়ের রেকর্ড রয়েছে আর্জেন্টিনার। তবে ফাইনালে ইতিহাস কথা বলে না। সেই দিন যে দল বিপক্ষকে চাপে রাখতে পারবে, সেই দলই এগিয়ে থাকবে।
LA FINAL QUE HARÁ VIBRAR AL CONTINENTE
— Copa América (@CopaAmerica) July 7, 2021
Brasil 🏆 Argentina
¿Quién es tu candidato?
A FINAL QUE FARÁ VIBRAR O CONTINENTE
Brasil 🏆 Argentina
Quem é seu favorito? #VibraElContinente #VibraOContinente #CopaAmérica pic.twitter.com/nHtXN1X0Hz
এ বারের কোপায় ছ’টি ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন চারটি। গোলের ঠিকানা লেখা পাস বাড়িয়েছেন পাঁচটি। নেমার পাঁচটি ম্যাচ। তাঁর গোলের সংখ্যা দুই, গোলের পাস বাড়িয়েছেন তিনটি। ফাইনালে কে পারবেন তাঁর দলকে জেতাতে? রবিবার ভোরে সারা বিশ্বের নজর থাকবে লাতিন আমেরিকার মহাযুদ্ধে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy