স্বর্ণমুদ্রায় টস ইডেন-যুদ্ধের
ইডেনে ২০ অক্টোবর যখন টস করতে যাবেন মহেন্দ্র সিংহ ধোনি এবং ডোয়েন ব্র্যাভো, একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাবেন। সাধারণ কয়েন নয়, টস হচ্ছে স্বর্ণমুদ্রায়! ইডেনে ক্রিকেটের দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে নানা উৎসবের মধ্যে যেটা একটা। ঠিক হয়েছে, ইডেনের প্রতিকৃতি খচিত স্বর্ণমুদ্রা দিয়ে টস হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। যে মুদ্রা উদ্বোধন করবেন স্বয়ং ক্লাইভ লয়েড। ওয়েস্ট ইন্ডিজ টিমের ম্যানেজার হয়ে ভারত সফরে আসছেন লয়েড। স্বর্ণমুদ্রা ছাড়াও ইডেনের ঐতিহ্যের উপর প্রকাশিত বইয়ের উদ্বোধনও করবেন লয়েড। ১৬ অক্টোবর থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। ইডেনের উপর ডকুমেন্টারি হচ্ছে। প্রথম দিন আনা হচ্ছে প্রখ্যাত দুই প্রাক্তন সেলিম দুরানি এবং চাঁদু বোরডেকে। ইডেনে ভারতের প্রথম টেস্ট জয়ের নায়ক ছিলেন এঁরা। তাই ইডেন উৎসবের শুরুটা এঁদের দিয়েই করানো হচ্ছে। পরের দিন সিএবি-র প্রথম দেড়শো জন জীবিত সদস্যকে সংবর্ধনা দেওয়া হবে। আর ইডেন ম্যাচের আগের দিন, অর্থাৎ ১৯ অক্টোবর হচ্ছে পটৌডি স্মৃতি বক্তৃতা। যেখানে আসছেন ভিভিএস লক্ষ্মণ। শোনা গেল, ভারতের ষোলো জন প্রাক্তন অধিনায়ককে পটৌডি বক্তৃতায় আমন্ত্রণ জানিয়েছে বোর্ড।
নজরে রিও
এশিয়ান গেমসের সোনার পর এ বার রিও অলিম্পিক পাখির চোখ যোগেশ্বর দত্তের। ভারতের তারকা কুস্তিগির জানিয়েছেন, রিও-র যোগ্যতা অর্জনে আগামী বছরের বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে পদক আনতে চান। যোগেশ্বরের কথায়, “বিশ্বচ্যাম্পিয়নশিপ বাদে অন্য সব বড় প্রতিযোগিতায় পদক আছে আমার। এ বার ওই পদকটাও জিততে চাই এবং সেটা সোনা। তাতে রিও-য় নামার যোগ্যতাও পেয়ে যাব।” তাঁকে নিয়ে কখনও সিনেমা হলে সলমন খান বা অক্ষয় কুমারকে দেখতে চান নিজের ভূমিকায়। কমনওয়েলথ গেমস এবং ইনচিওনের সোনার পর যোগেশ্বর এতটাই আত্মবিশ্বাসী যে বলেছেন, “ইতালিতে ৬৫ কেজি বিভাগের বিশ্বচ্যাম্পিয়নকেও হারিয়েছি। এর পর বলতেই পারি আমি বিশ্বের সেরাদের এক জন। এমন একটা পর্যায়ে পৌঁছেছি, যেখানে অলিম্পিকে সোনা জেতার স্বপ্ন দেখাই যায়।”
সঙ্কটজনক বিয়াঙ্কি
ফিলিপে মাসার পর ফের রেসিং দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত পেলেন ফর্মুলা ওয়ানের আর এক চালক, জুলে বিয়াঙ্কি। মরিসিয়া রেসিং টিমের পঁচিশ বছরের তারকার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার হয়েছে। জাপানের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। তাঁর মস্তিষ্কে ফের অস্ত্রোপচার করতে হতে পারে। রবিবার, জাপানের সুজুকায় সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ফানফোন’-এর কারণে প্রবল বৃষ্টিতে রেস শুরুই হয় সেফটি কার-এর পিছনে। বিয়াল্লিশতম ল্যাপে আদ্রিয়ান সুটিলের গাড়ি ট্র্যাকে জমা জলে পিছ্লে দেওয়ালে ধাক্কা মারায় সেটি সরাতে ট্র্যাক্টর আসে। চালকদের সতর্ক করতে জোড়া হলুদ পতাকা ওড়ানো হয়। কিন্তু জুলের গাড়িও জলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকটরের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান চালক।
ভেটেলের রেকর্ড
রেড বুল ছাড়ছেন দলের অন্যতম সফল তারকা সেবাস্তিয়ান ভেটেল। রেড বুলের হয়ে টানা চার বারের বিশ্বচ্যাম্পিয়ন গত শুক্রবার টিম বস ক্রিশ্চিয়ান হর্নারকে দল ছাড়ার কথা বলতে গিয়ে নাকি কেঁদেই ফেলেন! ভেটেল যে রেড বুল ছেড়ে ফেরারিতে যোগ দিচ্ছেন, সেটা কাকপক্ষীতেও জানতে পারেনি জার্মান চ্যাম্পিয়ন নিজে মুখ না খোলার আগে। শোনা যাচ্ছে ফেরারির সঙ্গে ১২ কোটি পাউন্ড, অর্থাৎ প্রায় ১১৮১ কোটি টাকার চুক্তি হয়েছে ভেটেলের, যা ফর্মুলা ওয়ানে রেকর্ড। এর আগে কোনও চালকের সঙ্গে এত বড় অঙ্কের চুক্তি করেনি কোনও টিম। ফের্নান্দো আলোনসো পরের মরসুমে ফেরারি ছেড়ে ম্যাকলারেন দলে যোগ দিচ্ছেন। তাঁর জায়গাতেই ফেরারিতে যাচ্ছেন ভেটেল।
সন্তুষ্ট সানিয়া
এশিয়ান গেমসে ভারতীয় টেনিসের নতুন প্রজন্ম প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে বলেই মনে করছেন সানিয়া মির্জা। ইনচিওনে দলের অন্যতম সিনিয়র হিসাবে য়ুকি ভামব্রি, সনম সিংহ, সাকেত মিনেনিদের নেতৃত্ব দেওয়া সানিয়ার কথায়, “আমি দারুণ খুশি। অনেকেই মনে করেছিলেন ভারতীয় টেনিসের বড় নামেরা না আসায় ইনচিওনে আমরা খুব একটা কিছু করে দেখাতে পারব না। কিন্তু আমি মনে করি এই নতুনরা প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে।”
কোচিতে পৌঁছে ভারতের পেস-জুটি। তবে ভারতীয় টিম
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে কোচি চলে
গেলেও ম্যাচ আদৌ হবে কি না, তা নিয়ে জট থাকছে।
কারণ, বৃষ্টির আশঙ্কা। (ছবি পিটিআই)
ডিসেম্বরে হয়তো নতুন কোচ
উইম কোভারম্যান্সের জায়গায় কাকে আনা হবে ঠিক করবে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। তবে সামনে টুর্নামেন্ট বা খেলা নেই বলে কোচ নির্বাচনে তাড়াহুড়ো করছে না ফেডারেশন। দিল্লি থেকে ফোনে সচিব কুশল দাস বললেন, “কোভারম্যান্স এখনও চিঠি দেননি। চিঠি দিলে কমিটির বৈঠক ডাকব। কোচ ঠিক করতে করতে হয়তো ডিসেম্বর মাস হয়ে যাবে।” সিনিয়র দলের কোচ হিসাবে কি বিদেশি কেউ আসবেন? কুশলবাবু খোলসা না করে বলছেন, “কার্যকর কমিটির বৈঠকে বিদেশি কোচ আনাই সিদ্ধান্ত হয়েছে। সেটা টেকনিক্যাল কমিটিকে জানাব।” ফেডারেশনের ভিতরের খবর, তিন বছর পরই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। সেই দলের কোচ হিসাবেই হাই প্রোফাইল কোনও কোচ আনা হবে এবং সেটা নিয়েই ফেডারেশন কর্তারা এখন বেশি চিন্তিত। সিনিয়রদের নিয়ে তাদের ভাবনা কম। কারণ সামনে কোনও টুর্নামেন্ট নেই। তবে দু’জন কোচই হবেন বিদেশি। ভারতীয়দের সহকারী কোচ করা হবে। কারণ কোচিং করতে এ-লাইসেন্স এবং প্রো লাইসেন্স থাকা জরুরি। কোভারম্যান্স ৭ নভেম্বর পর্যন্ত থাকবেন প্রো লাইসেন্স পরীক্ষা নিতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy