Know about career and relationship of Indian actress Shriya Saran dgtl
Shriya Saran
প্রেম একাধিক ক্রিকেটার, নায়কের সঙ্গে! ইমরানের নায়িকা বিতর্কে জড়ান ছোট পোশাক পরে
শ্রিয়ার কেরিয়ারের ঝুলিতে রয়েছে ‘দৃশ্যম’, ‘দৃশ্যম ২’, ‘আরআরআর’-এর মতো বক্স অফিস কাঁপানো ছবি। তিনটি ছবিতেই বলি অভিনেতা অজয় দেবগনের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৩:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৪
বলিউড থেকে দক্ষিণী ফিল্মজগতের সফল অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে। কেরিয়ারের ঝুলিতে রয়েছে বক্স অফিস মাতানো বেশ কয়েকটি ছবি। কখনও ছোট পোশাক পরার কারণে বিতর্কে জড়িয়েছেন। কখনও আবার একাধিক প্রেমের কারণে চর্চায় এসেছেন। এখন কী করছেন শ্রিয়া সরন ভাটনগর?
০২২৪
১৯৮২ সালের সেপ্টেম্বর মাসে উত্তরাখণ্ডের হরিদ্বারে জন্ম শ্রিয়ার। সেখানে বাবা-মা এবং দাদার সঙ্গে থাকতেন তিনি। তাঁর মা স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁর মায়ের স্কুলেই পড়াশোনা করতেন।
০৩২৪
ছোটবেলা থেকে মায়ের কাছে কত্থক এবং রাজস্থানি লোকনৃত্য শিখেছেন শ্রিয়া। ১৪ বছর বয়স থেকে কত্থকের প্রশিক্ষণ নিতে শুরু করেন। নাচের দলের সঙ্গে ভারতের নানা জায়গায় অনুষ্ঠানও করেছেন তিনি। নাটকের দলেও যোগ দেন শ্রিয়া।
০৪২৪
দিল্লির একটি কলেজ থেকে সাহিত্যে স্নাতক হন শ্রিয়া। কলেজে পড়াকালীন একটি মিউজ়িক ভিডিয়োয় কাজ করার সুযোগ পান। সেই ভিডিয়ো নজরে পড়ে দক্ষিণী ছবিনির্মাতাদের। শ্রিয়াকে বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব দেন তাঁরা।
০৫২৪
মডেলিং করে কেরিয়ার শুরু করেছিলেন শ্রিয়া। একাধিক বিজ্ঞাপনে অভিনয়ের পাশাপাশি নামী সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠেন তিনি। ২০০১ সালে ‘ইশতাম’ নামের তেলুগু ছবিতে অভিনয় করে বড় পর্দায় হাতেখড়ি হয় শ্রিয়ার। তবে সেই ছবি মুক্তি পেতে না পেতেই শ্রিয়ার কাছে আরও চারটি ছবিতে অভিনয়ের সুযোগ আসে।
০৬২৪
তেলুগু ছবির পাশাপাশি তামিল, কন্নড়, মলয়ালম এবং হিন্দি ভাষার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে শ্রিয়াকে। হলিউডেও পাড়ি দিয়েছেন শ্রিয়া। দক্ষিণের জনপ্রিয় তারকা রজনীকান্তের সঙ্গে ‘শিবাজি: দ্য বস্’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়োন শ্রিয়া। তবে এই সময় নায়িকাকে ঘিরে বিতর্কও কম হয়নি।
০৭২৪
কানাঘুষো শোনা যায়, ‘শিবাজি: দ্য বস্’ ছবিতে অভিনয়ের কথা ছিল বলি অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিলে শ্রিয়া অভিনয় করতে রাজি হন। এই ছবির প্রচারে একটি খাটো পোশাক পরে হাজির হয়েছিলেন শ্রিয়া। তার পরেই তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।
০৮২৪
শ্রিয়া পরে অবশ্য ছোট পোশাক পরার জন্য ক্ষমাও চেয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি একটি ছবির শুটিং শেষ করেই প্রচারানুষ্ঠানে চলে গিয়েছিলেন। পোশাক পরিবর্তন করার সময় পাননি।
০৯২৪
২০০৩ সালে বলিউডে পা রাখেন শ্রিয়া। ‘তুঝে মেরি কসম’ নামের ছবিতে শ্রিয়ার অভিনয় দেখা যায়। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের তারকা-দম্পতি রীতেশ দেশমুখ এবং জ়েনেলিয়া ডি সুজ়া। তবে শ্রিয়া বলিপাড়ায় প্রচারে আসেন ইমরান হাশমির সঙ্গে জুটি বাঁধার পর।
১০২৪
২০০৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ ছবিতে ইমরানের বিপরীতে অভিনয় করতে দেখা যায় শ্রিয়াকে। তার পর ‘মিশন ইস্তানবুল’, ‘গলি গলি চোর হ্যায়’, ‘এক: দ্য পাওয়ার অফ ওয়ান’, ‘ফেমাস’-এর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি। ‘জ়িলা গাজ়িয়াবাদ’ নামের হিন্দি ছবিতে একটি নাচের দৃশ্যে অভিনয় করেন তিনি।
১১২৪
শ্রিয়ার কেরিয়ারের ঝুলিতে রয়েছে ‘দৃশ্যম’, ‘দৃশ্যম ২’, ‘আরআরআর’-এর মতো বক্স অফিস কাঁপানো ছবি। তিনটি ছবিতেই বলি অভিনেতা অজয় দেবগনের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।
১২২৪
হলিউডেও পাড়ি দিয়েছেন শ্রিয়া। ‘মিডনাইট’স চিলড্রেন’, ‘কুকিং উইথ স্টেলা’ এবং ‘দ্য আদার এন্ড অফ লাইন’-এর মতো একাধিক ইংরেজি ছবিতে অভিনয় করেছেন তিনি।
১৩২৪
নায়িকার ব্যক্তিগত জীবনও বেশ রঙিন ছিল বলে শোনা যায়। বিদেশি ক্রিকেটার থেকে শুরু করে দক্ষিণী তারকাদের সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল নায়িকার। প্রেমিকের তালিকায় নাম লিখিয়েছিলেন হলিউডের অভিনেতাও।
১৪২৪
২০০৮ সালে মুম্বইয়ে একটি ফ্যাশন শো-এ যোগ দেন ভারতীয় ক্রিকেটার শ্রীসন্থ এবং শ্রিয়া। এর পরই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। রেস্তরাঁয় নৈশভোজে এবং গাড়িতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। তবে এই সম্পর্ককে অস্বীকার করেছিলেন শ্রিয়া।
১৫২৪
এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন যে, শ্রীসন্থ এবং তিনি একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। সেই সূত্রেই আলাপ। একটি পার্টিতে মাত্র ৫ মিনিটের জন্য শ্রীসন্থের সঙ্গে কথা বলেছিলেন তিনি। নায়িকার দাবি, তাঁদের আলাপ বেশি দূর এগোয়নি। তবে শ্রিয়া এ কথাও জানিয়েছিলেন, কেরলের ক্রিকেটারের সঙ্গে কথা বলে ভাল লেগেছিল তাঁর।
১৬২৪
আমেরিকান অভিনেতা জেসি মেটকাফের সঙ্গেও নাকি সম্পর্কে ছিলেন শ্রিয়া। ‘দ্য আদার এন্ড অফ লাইন’ ছবিতে শ্রিয়ার সহ-অভিনেতা ছিলেন জেসি। কানাঘুষো শোনা যায়, সেখানেই তাঁদের সম্পর্ক দানা বাঁধে। একে অপরকে বেশ কিছু দিন ডেট করেছিলেন দুই তারকা। তার পর সেই সম্পর্ক আর এগোয়নি।
১৭২৪
‘মিডনাইট’স চিলড্রেন’ ছবিতে শ্রিয়ার সঙ্গে অভিনয় করতে দেখা যায় দক্ষিণী তারকা সিদ্ধার্থকে। গুঞ্জন শোনা যেতে থাকে, এই সহ-অভিনেতার সঙ্গেও নাকি মিষ্টি একটা সম্পর্ক পাতিয়ে ফেলেছিলেন শ্রিয়া। পরে তা মিলিয়েও যায়।
১৮২৪
ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ডোয়েন ব্রাভোর সঙ্গেও নাম জড়িয়ে পড়েছিল শ্রিয়ার। ২০১৬ সালে মুম্বইয়ের এক রেস্তরাঁ থেকে দুপুরের খাওয়াদাওয়া সেরে বেরোতে দেখা গিয়েছিল দু’জনকে। তার পর থেকেই কানাঘুষো শোনা যেতে থাকে যে, ডোয়েন এবং শ্রিয়া ডেট করছেন। পরে অবশ্য এই গুঞ্জনে জল ঢেলে দিয়েছিলেন নায়িকা। তিনি যে ‘সিঙ্গল’ এবং খুশি রয়েছেন তা প্রকাশ্যে জানিয়েছিলেন।
১৯২৪
দক্ষিণের জনপ্রিয় তারকা রানা দগ্গুবতীর সঙ্গেও নাকি ডেট করছিলেন শ্রিয়া। ছবিশিকারিদের ক্যামেরায় দুই তারকা একসঙ্গে ধরাও পড়েছিলেন। এই প্রসঙ্গে নায়িকাকে প্রশ্ন করা হলে তিনি হেসে উড়িয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, রানা তাঁর ভাল বন্ধু।
২০২৪
রাশিয়ার জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড় আন্দ্রেই কোসচিভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শ্রিয়া। খেলাধুলার পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত আন্দ্রেই। কয়েক বছর সম্পর্কে থাকার পর আন্দ্রেইকে বিয়ে করেন শ্রিয়া।
২১২৪
২০১৮ সালের মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েন শ্রিয়া এবং আন্দ্রেই। দুই পরিবারের ঘনিষ্ঠেরা ছাড়া কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি তাঁদের বিয়েতে। রাজস্থানের উদয়পুরে এক বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠান হয় তাঁদের।
২২২৪
বিয়ের তিন বছর পর ২০২১ সালে কন্যাসন্তানের জন্ম দেন শ্রিয়া। তবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর কাউকে জানাননি তিনি। সন্তানের জন্ম দেওয়ার পর মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন নায়িকা। এ নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানিয়েছিলেন, তখন কাজের দরকার ছিল। গর্ভে সন্তান রয়েছে জানলে ইন্ডাস্ট্রি তাঁকে কাজ দিত না।
২৩২৪
চলতি বছরে ‘রেট্রো’ নামের একটি তামিল ছবি মুক্তি পাওয়ার কথা। দক্ষিণী তারকা সুরিয়া এবং পূজা হেগড়েকে এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন শ্রিয়াও।
২৪২৪
বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে, প্রেক্ষাগৃহে আবার মুক্তি পেতে পারে ‘আওয়ারাপন’। তবে সেই দিনক্ষণ কিছুই জানা যায়নি। তবে ইতিমধ্যেই সমাজমাধ্যমে অনুগামীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে শ্রিয়ার। ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা ৪৬ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।