Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Dandruff

বৃষ্টি নামতেই মাথা খুশকিতে ভরে যাচ্ছে? কিন্তু মাথায় খুশকি কেন হয়, তা জানেন কি?

চুল পড়া কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অনেকেই মনে করেন, বর্ষাকালে চুল পড়ার মূল কারণ হল খুশকি। তা নির্মূল করার নানা উপায় রয়েছে। কিন্তু খুশকি কেন হচ্ছে, তা খতিয়ে দেখেছেন কি?

Image of Dandruff.

বর্ষা শুরু হতেই খুশকির সমস্যায় ভুগছেন? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ২১:০০
Share: Save:

মাথায় খুশকির বহর দেখলেই টের পাওয়া যায়, বর্ষাকাল এসে গিয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কেউ মাথায় মেথির তেল মাখেন। আবার কেউ নিমের নির্যাসযুক্ত শ্যাম্পুও ব্যবহার করেন। ঘরোয়া টোটকা বা চিকিৎসকের দেওয়া ‘মেডিকেটেড’ শ্যাম্পু ব্যবহার করে সাময়িক সমস্যা মিটলেও তা পুরোপুরি নির্মূল হয়ে যায় না। তবে এই সমস্যা থেকে মুক্তির সমাধান খোঁজার আগে, জানা প্রয়োজন খুশকি কেন হয়। খুশকিরও কিন্তু প্রকারভেদ রয়েছে। মাথার ত্বকের ধরন অনুযায়ী খুশকির ধরনও পাল্টে যেতে পারে।

মাথায় খুশকি কেন হয়?

মাথার ত্বকে আর্দ্রতার অভাব হলে তা অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। এ ছাড়াও চুলে অতিরিক্ত তাপ লাগলে, রাসায়নিক নির্ভর চুলের কোনও ট্রিটমেন্ট করালেও খুশকি হতে পারে। আবহাওয়ার খামখেয়ালি মনোভাবের কারণেও মাথা খুশকিতে ভরে উঠতে পারে।

Image of Dandruff.

খুশকির সমস্যা হলে নিয়মিত শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতেই হবে। ছবি: সংগৃহীত।

খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে কী ভাবে মাথার ত্বকের যত্ন নেবেন?

১) মাথার ত্বক আর্দ্র রাখা

শরীরে জলের অভাব থাকলে মাথার ত্বকও শুষ্ক হয়ে যেতে পারে। তাই চুল এবং মাথার ত্বকের যত্ন নিতে পর্যাপ্ত জল খেতে হবে।

২) প্রতি দিন চুলের যত্ন

তাড়াহুড়ো করে শুধু শ্যাম্পু করে নিলেই হবে না। এক দিন অন্তর মাথায় তেল মাখতে হবে। শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতেই হবে। তবে যাঁদের মাথার ত্বক তৈলাক্ত, তাঁরা সপ্তাহে দু’দিন তেল মাখলেও চলবে।

৩) কন্ডিশনিং

কারও কারও চুল অতিরিক্ত শুষ্ক। এই রুক্ষ বা শুষ্ক চুলে ডগাফাটার সমস্যা দেখা যায়। সাধারণ কন্ডিশনার এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে না। তাই ঘরোয়া কিছু জিনিস যেমন দই, মেয়োনিজ়, অ্যালো ভেরার শাঁস ব্যবহার করতে পারেন।

অন্য বিষয়গুলি:

Prevent Dandruff Monsoon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE