পরিচ্ছন্ন এবং ঝলমলে উজ্জ্বল ত্বকের জন্য অনেকেই মুখে লেবুর রস মাখেন। কেউ কেউ আবার মধুর সঙ্গে লেবুর রস মিশিয়েও মাখেন মুখে। কিন্তু লেবু দিয়ে কি ত্বকের আর কোনও ভাবে ত্বকের পরিচর্যা সম্ভব?
লেবু যে ত্বকের জন্য উপকারী সে ব্যাপারে সন্দেহ নেই। কারণ লেবুতে আছে ভিটামিন সি। যা ত্বককে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত করতে সাহায্য করে। ব্রণ, ফুস্কুড়ি এবং র্যাশের সমস্যাতেও লেবু কার্যকরী। তবে এর পাশপাশি ত্বকের আরও বেশি যত্ন নিতে লেবুর রস দিয়ে বানিয়ে নিতে পারেন আরও পাঁচ রকমের ফেস মাস্ক।
সেই সব মাস্ক কী কী?
১। লেবু এবং টম্যাটো
সমপরিমাণে থেঁতো করা টম্যাটো এবং লেবুর রস একটি পাত্রে মিহি ভাবে মিশিয়ে মুখে মাখুন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। মুখের ত্বকের ঔজ্জ্বল্য হারিয়ে গিয়ে থাকলে এই মাস্কে দ্রুত ফিরবে।
২। লেবু এবং হলুদ
সম পরিমাণে লেবুর রস এবং হলুদ মিশিয়ে তাতে অল্প দুধ দিয়ে মিশ্রণ তৈরি করুন। মুখে মেখে রেখে দিন ১০ মিনিট। এই মাস্কে ত্বক মসৃণ হবে। পাশাপাশি রংও দেখাবে উজ্জ্বল।
৩। লেবু এবং দই
সম পরিমাণ দই এবং লেবুর রস এক সঙ্গে ভাল ভাবে মিশিয়ে তাতে মধু দিয়ে তৈরি করুন রূপটান। এ বার মুখে মেখে রেখে দিন ১৫ মিনিট। ত্বকে শুষ্ক ভাব দূর হবে। ত্বকে আসবে ঔজ্জ্বল্য। নিয়মিত ব্যবহারে ত্বকের বলিরেখাও কমবে।
৪। লেবু এবং ওটস
সমপরিমাণে লেবুর রস এবং ওটসের গুঁড়ো মিশিয়ে মুখে মেখে রাখুন । শুকিয়ে গেলে হাতে ঈষদোষ্ণ জল নিয়ে হালকা ভাবে ঘষে তুলুন। ত্বকের মৃতকোষ দূর হবে। ত্বকে বাড়তি জেল্লা আসবে।
৫। লেবু এবং কলা
চটকে নেওয়া কলা দু’চামচ নিয়ে তার সঙ্গে মেশান দু’চামচ লেবুর রস। ১০ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি নরমও হবে এই মাস্কে।