Advertisement
২৯ নভেম্বর ২০২৪

ইস্পাত শিল্প চাঙ্গা করতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

চিন থেকে সস্তার ইস্পাত আমদানির জেরে মার খাচ্ছে ভারতীয় শিল্প। শনিবার এই অভিযোগ এনে এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপ দাবি করেছেন টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর (ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া) টি ভি নরেন্দ্রন।

সংবাদ সংস্থা
জামশেদপুর শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৫ ০২:০২
Share: Save:

চিন থেকে সস্তার ইস্পাত আমদানির জেরে মার খাচ্ছে ভারতীয় শিল্প। শনিবার এই অভিযোগ এনে এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপ দাবি করেছেন টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর (ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া) টি ভি নরেন্দ্রন।

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জামশেদপুর কারখানায় পতাকা তোলার পরে তিনি বলেন, ‘‘ভারতের অন্তত পাঁচ-ছ’টি সংস্থা বিশ্বমানের ইস্পাত তৈরি করে। কিন্তু চিন এবং অন্যান্য দেশ ভারতে সস্তার ইস্পাত রফতানি করার কারণেই আমরা বাজার হারাচ্ছি।’’ এই সমস্যা ঠেকাতে নরেন্দ্রন কেন্দ্রীয় সরকারের কাছে তিনটি আর্জি জানিয়েছেন: l ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল আকরিক লোহার জোগান নিশ্চিত করা,

• আমদানি শুল্ক আরও বাড়ানো

• পরিকাঠামো তৈরির লগ্নি বাড়ানো।

সম্প্রতি চিন তার মুদ্রা ইউয়ানের দাম কমানোয় সে দেশের ইস্পাত ভারত সস্তায় আমদানি করবে বলেও আশঙ্কা শিল্পমহলের। ওই ইস্পাত ভাল মানের না-হলেও তা টাটা স্টিল, সেল, জিন্দল, ভূষণ স্টিলের চাহিদা

যথেষ্ট কমাবে বলেই আশঙ্কা। তার কারণ, অনেকেই এখনও ইস্পাতের মান নিয়ে চিন্তা-ভাবনা করেন না।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy