Advertisement
E-Paper

একের পর এক পর্যটক হত্যার পরে কাশ্মীরের পরিস্থিতি। রাজ্য মন্ত্রিসভার বৈঠক। আইপিএলে মুম্বই। আর কী কী

অস্ত্রধারী হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছ’জন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারত সফর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌদি আরব সফরের সময়টিকেই হামলার জন্য বেছে নিয়েছে সন্ত্রাসবাদীরা।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৬
Share
Save

একের পর এক পর্যটক হত্যার পরে কাশ্মীরের পরিস্থিতি, কী কী পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের

জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গিহানার ঘটনায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রের খবর, স্বয়ংক্রিয় অস্ত্রধারী হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছ’জন। ঘটনাচক্রে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারত সফর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌদি আরব সফরের সময়টিকেই হামলার জন্য বেছে নিয়েছে সন্ত্রাসবাদীরা। পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) মঙ্গলবার রাতে ঘটনার দায় স্বীকার করেছে।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক

আগামীকাল বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসবে । এই বৈঠক আগে বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও তা একদিন এগিয়ে আনা হয়েছে । মুখ্যমন্ত্রীর কর্মব‍্যস্ততার কারণেই এই বৈঠক এগিয়ে আনা হয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর । মঙ্গলবার বিকেলে নিজের পশ্চিম মেদিনীপুর জেলা সফর সেরে কলকাতা ফিরেছেন মমতা । আর আগামী সোমবার দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করতে যাবেন তিনি । তার আগে রাজ‍্য প্রশাসনের কাছে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম ।

তালিকা বিতর্কের মধ্যে কোন পথে চাকরিহারাদের আন্দোলন

যোগ্য-অযোগ্যের তালিকা দেয়নি এসএসসি। সোমবার থেকে আচার্য ভবনে নিজের দফতরে ঘেরাও হয়ে রয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা জানিয়েছেন, তালিকা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর মধ্যেই ‘যোগ্যদের’ তালিকা দিয়ে ডিআই-দের চিঠি পাঠিয়েছ্র স্কুল শিক্ষা দফতর। তাতে ‘যোগ্য’দের স্কুলে যেতে বলা হয়েছে। অন্য দিকে, বিক্ষোভকারীরা জানিয়েছেন, আপাতত স্কুলে যাবেন না। স্থায়ী সমাধান না মেলা পর্যন্ত রাস্তাতেই থাকবেন চাকরিহারা শিক্ষকেরা। বুধবার নজর থাকবে এই আন্দোলনের গতিপ্রকৃতির দিকে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এসএসসি আদালত অবমাননার মামলার শুনানি হাই কোর্টে

আজ ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে আদালত অবমাননা মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ আদালতের নির্দেশ কেন কার্যকর করা হয়নি তা নিয়ে স্কুল সার্ভিস কমিশন, রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে আদালত। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। হাই কোর্ট জানিয়েছিল, ইতিমধ্যে দাগি বা চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে। যে সব ওএমআর শিট উদ্ধার করা গিয়েছে সেগুলি এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে। ওই অযোগ্যরা কী ভাবে চাকরি পেয়েছেন, কাকে ঘুষ দিয়েছেন তা নিয়ে সিবিআই আরও তদন্ত করবে। প্রয়োজনে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। গত ৩ এপ্রিল রায় দিয়ে সুপ্রিম কোর্ট হাই কোর্টের ওই সব নির্দেশ বহাল রাখে। এই অবস্থায় আদালতের নির্দেশ কার্যকর হয়নি এই অভিযোগ তুলে হাই কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়। সোমবার ওই মামলার শুনানিতে আদালত প্রশ্ন তোলে, যে সব নির্দেশ সুপ্রিম কোর্ট পরিবর্তন করেছে তাতে আমরা স্পর্শ করছি না। কিন্তু বাকি নির্দেশ কার্যকর করা হয়নি? কেন ওএমআর শিট আপলোড হয়নি? জবাবে এসএসসির আইনজীবী জানান, কয়েক দিন সময় দেওয়া হোক। বিচারপতি জানান, এক দিন সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যেই তাঁকে জেনে আসতে হবে। এই অবস্থায় আজ আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।

আইপিএলে মুম্বইয়ের ম্যাচ, বিপক্ষে হায়দরাবাদ

আইপিএলে আজ হার্দিক পাণ্ড্য-রোহিত শর্মাদের খেলা। মুম্বই ইন্ডিয়ান্স খেলবে সানরাইজ়ার্স হায়দরাবাদের সঙ্গে। মুম্বইয়ের আট ম্যাচে ৮ পয়েন্ট। ট্রাভিস হেড-অভিষেক শর্মাদের হায়দরাবাদের এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট। আজ হায়দরাবাদে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

তাজমহলে ভান্স, ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর রাজস্থানের জয়পুর সপরিবারে ঘুরে নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। বুধবার তিনি যাবেন তাজমহল ঘুরতে। ঘটনাচক্রে, আজ থেকেই ওয়াশিংটনে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে ফের এক দফা আলোচনা শুরু হচ্ছে। ভারো-সহ বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে শুল্ক এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়ে দেশগুলির সঙ্গে আলোচনা করছে ট্রাম্পের প্রশাসন। ভারতের সঙ্গে ইতিমধ্যে বেশ কয়েক দফা আলোচনা হয়ে গিয়েছে। আমেরিকার বাণিজ্য প্রতিনিধিদল ঘুরে গিয়েছে নয়াদিল্লি থেকে। এ বার ওয়াশিংটনে তিন দিনের দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা শুরু হচ্ছে। ভারত সফরে আসা ভান্স জানিয়েছেন, দু'দেশের বাণিজ্যচুক্তির শর্তাবলি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। এই অবস্থায় আজ থেকে ওয়াশিংটনে শুরু হতে চলা বাণিজ্য আলোচনায় কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেতাব জিতে নেবে লিভারপুল?

আজই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে লিভারপুল। যদিও তাদের খেলা রবিবার। কিন্তু আজ রয়েছে আর্সেনালের খেলা। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল আজ ক্রিস্টাল প্যালেসের হারলেই আর টপকাতে পারবে না শীর্ষে থাকা লিভারপুলকে। ৩৩ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৯, আর্সেনালের ৬৬। দুই দলেরই পাঁচটি করে ম্যাচ বাকি। খেলা রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

স্প্যানিশ লিগে রিয়ালের ম্যাচ, সামনে গেটাফে

স্প্যানিশ লিগে আজ রয়েছে রিয়াল মাদ্রিদের খেলা। তাদের সামনে গেটাফে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। তাদের ৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট। শীর্ষে রয়েছে বার্সেলোনা। রিয়াল-গেটাফে ম্যাচ শুরু রাত ১টা থেকে।

News of the Day Pahelgam Terror Attack Mamata Banerjee West Bengal SSC Scam Tata IPL 2025 spanish league English Premier League

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।