উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৈঠকে প্রতিটি মাদ্রাসার দৈনিক প্রার্থনায় পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের বাধ্যতামূলক ভাবে জাতীয় সঙ্গীত গাইতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই সে রাজ্যের সব মাদ্রাসায় কার্যকর হবে যোগী আদিত্যনাথ সরকারের এই সিদ্ধান্ত।
প্রতীকী ছবি।
ক্ষমতায় ফিরেই উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করার নির্দেশ দিল যোগী আদিত্যনাথের সরকার।
সে রাজ্যের মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৈঠকে প্রতিটি মাদ্রাসার দৈনিক প্রার্থনায় পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের বাধ্যতামূলক ভাবে জাতীয় সঙ্গীত গাইতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত।
প্রসঙ্গত, অতীতে নরেন্দ্র মোদী সরকার দেশের সমস্ত প্রেক্ষাগৃহে সিনেমা-নাটক শুরুর আগে ‘জনগণমন’ বাধ্যতামূলক করার নির্দেশিকা জারি করেছিল। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও একই নিয়ম কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু দেশ জুড়ে বিতর্ক এবং ২০১৮-র জানুয়ারিতে সুপ্রিম কোর্টের রায়ের জেরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy