রবীন্দ্র জাদেজা। ছবি: পিটিআই।
ভারতীয় দলের অন্যতম সফল অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ব্যাট ও বল হাতে দলকে নির্ভরতা জোগান তিনি। কিন্তু লোকসভা ভোটের আগে তাঁর বাড়ির অন্দরমহলের ভাঙনটা বেশ স্পষ্ট। ভারতের দুই প্রধান রাজনৈতিক দলই জায়গা করে নিয়েছেন এই ক্রিকেটারের বাড়ির অন্দরে। কিন্তু তিনি কোন দিকে? কংগ্রেসে না বিজেপিতে? এই প্রশ্নই গত কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।
১৪ এপ্রিল রবীন্দ্র জাদেজার বাবা ও বোন যোগ দেন কংগ্রসে। গুজরাত কংগ্রেসের প্রথম সারির নেতা ও পতিদার আন্দোলনের অন্যতম মুখ হার্দিক পটেলের উপস্থিতিতে রবীন্দ্র জাদেজার বাবা ও বোন কংগ্রেসে যোগ দান করেন। কংগ্রেসে যোগ দেওয়ার পর জাদেজার বাবা অনিরুদ্ধসিন ও বোন নইনাবা জামনগর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মুলু কান্দোরিয়ারসমর্থনে একটি নির্বাচনী জনসভাতেও উপস্থিত ছিলেন।
তবে জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা ৩ মার্চ যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর থেকে বিজেপির সমর্থনে বেশ কয়েকটি মিছিলে দেখা গিয়েছিল তাঁকে।
স্ত্রী বিজেপি, বাবা-বোন কংগ্রেসে। তাহলে আসন্ন লোকসভা রবীন্দ্র জাজেদার সমর্থন কোন দলকে? স্ত্রী ও বাবা-বোনের রাজনীতিতে যোগদানের পর এই প্রশ্নটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছিল সমাজের বিভিন্ন মহলে। সোমবার সকালে টুইট করে সেই জল্পনার অবসান ঘটালেন জাদেজা স্বয়ং। টুইটে বিজেপির পতাকা পোস্ট করে তিনি লিখেছেন,‘আমি বিজেপিকে সমর্থন করি।’
আরও পড়ুন: লোকসভা ভোটে লড়বেন ফুড ডেলিভারি বয়
I support BJP.@narendramodi #rivabajadeja jai hind 🇮🇳 pic.twitter.com/GXNz5o07yy
— Ravindrasinh jadeja (@imjadeja) April 15, 2019
জাদেজার পরিবারের রাজনীতির খেলায় বিজেপি বনাম কংগ্রেসের স্কোর আপাতত ২-২!
আরও পড়ুন: রামনবমীর মিছিলে ফলের রস খাওয়ালেন মুসলিমরা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy