Advertisement
২৩ নভেম্বর ২০২৪

তার্কিক হলেও অসহিষ্ণু নয় ভারত, মনে করেন প্রণব

ব্রহ্মপুত্রের বহতা জলধারাকে সাক্ষী রেখেই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভারতীয় মননকে যে কোনও রকম আগ্রাসন প্রতিহত করার আহ্বান জানালেন। আজ গুয়াহাটিতে ‘নমামি ব্রহ্মপুত্র’ উৎসবের সূচনা করে রাষ্ট্রপতি ইদানীংকালের বিতর্কিত প্রসঙ্গ ‘সহিষ্ণুতা-অসহিষ্ণুতা’ প্রসঙ্গ নিজেই টেনে আনেন।

গুয়াহাটিতে ‘নমামি ব্রহ্মপুত্র’ উৎসবের সূচনা করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।—নিজস্ব চিত্র।

গুয়াহাটিতে ‘নমামি ব্রহ্মপুত্র’ উৎসবের সূচনা করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০৩:২৫
Share: Save:

ব্রহ্মপুত্রের বহতা জলধারাকে সাক্ষী রেখেই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভারতীয় মননকে যে কোনও রকম আগ্রাসন প্রতিহত করার আহ্বান জানালেন। আজ গুয়াহাটিতে ‘নমামি ব্রহ্মপুত্র’ উৎসবের সূচনা করে রাষ্ট্রপতি ইদানীংকালের বিতর্কিত প্রসঙ্গ ‘সহিষ্ণুতা-অসহিষ্ণুতা’ প্রসঙ্গ নিজেই টেনে আনেন। তাঁর কথায়, ‘‘আমাদের মন, সংস্কৃতি, সমাজকে সব আগ্রাসন রুখতে হবে।’’ তাঁর বক্তব্য, ‘‘ভারতকে তার্কিক বললে মানব। কিন্তু অসহিষ্ণু বললে আমি মানব না। বহু ভাষাভাষির মিলনের যে আদর্শ ভারত সারা বিশ্বে তুলে ধরেছে, অসমও তারই এক আদর্শ সংস্করণ।’’

‘নমামি ব্রহ্মপুত্র’ যে সেই বৈচিত্র ও ঐক্যের ছবিই তুলে ধরবে সে বিষয়ে নিশ্চিত রাষ্ট্রপতি বলেন, ‘‘অনেক ইতিহাস, ঘাত-প্রতিঘাতের সাক্ষী ব্রহ্মপুত্রের বুকে অনেক গল্প জমে আছে। তার চারপাশের দৃশ্য, সংস্কৃতি, সমাজকে আমি রাজনৈতিক জীবনে কাছ থেকে দেখেছি। সে সব দেশ ও বিদেশের মানুষের কাছে তুলে ধরতে হবে।’’ তাঁর মতে, প্রধানমন্ত্রীর অ্যাক্ট-ইস্ট নীতিকে সফল করতে ব্রহ্মপুত্র ও অসমের গুরুত্ব অপরিসীম। পশ্চিম নয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ভারত এখন বেশি করে দক্ষিণ-পূর্বের দেশগুলির দিকেই তাকিয়ে বলে তিনি মনে করেন।

উজানি থেকে নামনি, ধুবুরি থেকে শদিয়া পর্যন্ত রাজ্যের ২১টি জেলায় এক সঙ্গে পাঁচদিন ধরে চলবে উৎসব। এ দিনের অনুষ্ঠানে ১৪ জেলার ২০০ জন শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ৪৫টি স্পিড বোটে রাষ্ট্রপতিকে সেলামি দেন ১৩৫ জন জওয়ান। সন্ধ্যায় হরিদ্বার থেকে আসা ২৭ জন পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে হয় ‘লুইত আরতি’।

অনুষ্ঠানে উপস্থিত ভুটানের প্রধানমন্ত্রী টোপগে জানান, এই আমন্ত্রণ পেয়ে বিশ্বভ্রমণ স্থগিত রেখে প্যারিস থেকে ব্যাঙ্কক-কলকাতা হয়ে গুয়াহাটি চলে আসেন তিনি। তিনি বলেন, ‘‘ব্রহ্মপুত্র শুধু অসম নয় ভুটানেরও জীবনরেখা। তাই ব্রহ্মপুত্রকে আমরা চুমু (বড়) লুটি (সমৃদ্ধ) বলে ডাকি। ব্রহ্মপুত্র আমাদের যা দিয়েছে, তার সামান্য ঋণশোধের উৎসব এই নমামি।’’ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘‘ব্রহ্মপুত্র নিছক নদ নয়, এক সভ্যতার নাম। তার সব সম্ভাবনাকে তুলে ধরাই আমাদের দায়িত্ব।’’

অন্য বিষয়গুলি:

Pranab Mukherjee President
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy