Advertisement
E-Paper

ট্রেন দুর্ঘটনার পর অস্থায়ী মর্গ করা হয়েছিল, ওড়িশার বাহানগা বাজারের সেই স্কুল ভেঙে দিচ্ছে জেলা প্রশাসন

ট্রেন দুর্ঘটনার পর সাদা কাপড়ে মোড়া সারি সারি মৃতদেহ নিয়ে আসা হয়েছিল সেই স্কুলে। কিন্তু শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার কারণে দেহগুলিতে পচন ধরতে শুরু করে।

Odisha district administration broke Bahanaga High School, which earlier used as a morgue

বাহানগা হাই স্কুলের শ্রেণিকক্ষে মৃতদেহের সারি। —পিটিআই

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১০:০৪
Share
Save

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর বাহানগা বাজার হাই স্কুলকে অস্থায়ী মর্গ হিসাবে ব্যবহার করা হয়েছিল। সাদা কাপড়ে মোড়া সারি সারি মৃতদেহ নিয়ে আসা হয়েছিল সেই স্কুলে। কিন্তু শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার কারণে দেহগুলিতে পচন ধরতে শুরু করে। পরে ভুবনেশ্বরের চারটি হাসপাতালে সেগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয়। এ বার সেই স্কুলকেই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকেই স্কুল ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। অভিভাবকদের প্রস্তাব মেনে পাশেই নতুন করে স্কুল ভবন তৈরি করা হবে। শুক্রবার সকালে স্কুল চত্বরে গিয়ে দেখা যায়, ধাপে ধাপে ভবনের ছাউনি খুলে ফেলা হচ্ছে।

গত শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত বাহানগা হাই স্কুলে ছিল শনাক্ত না হওয়া বহু মৃতদেহ। তার পর দেহগুলি নিয়ে যাওয়া হয়েছিল নর্থ ওড়িশা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিজনেস পার্কে। স্কুল চত্বরে দুর্গন্ধ বেরোনোয় স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করা ছাড়াও স্যানিটাইজ় করা হয়েছিল। কিন্তু তার পরেও ওই স্কুলে পড়ুয়াদের নিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিভাবকেরা। বিষয়টি জানতে পেরে বালেশ্বরের জেলাশাসক স্কুলে পৌঁছে অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন। পড়ুয়াদের ভয় না দেখানোর বার্তা দেন তিনি। স্কুলের বর্তমান ভবন ভেঙে নতুন করে তৈরি করার যে প্রস্তাব দিয়েছিলেন অভিভাবকেরা, সেই প্রস্তাব খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন জেলাশাসক। তবে এই বিষয়ে খবর না করার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

অভিভাবকদের অনেকেই জানিয়েছিলেন, স্কুলটিকে যখন মর্গ হিসাবে ব্যবহার করা হচ্ছিল, তখন তাঁরা যে সব দৃশ্য দেখেছেন, তার পর ছেলেমেয়েদের সেখানে পড়তে পাঠাতে তাঁদের আর মন চাইছে না। নানা রকম অলৌকিক গল্পও ছড়িয়ে পড়েছে এলাকায়। তার পরই এই বিষয়ে পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন চলা এই স্কুলে বর্তমানে ৫৬৫ জন পড়ুয়া রয়েছে।

ভাঙা হচ্ছে বাহানগা হাই স্কুল।

ভাঙা হচ্ছে বাহানগা হাই স্কুল। —নিজস্ব চিত্র।

school Odisha

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}