খুদের কান্না। ছবি সৌজন্য টুইটার।
হাউমাউ করে কাঁদছে একটি বাচ্চা মেয়ে। তাকে বার বার বলতে শোনা যাচ্ছে, ‘বাবা সারা দিন কেন খালিপেটে থাকে। সন্ধ্যাবেলাতেও খায় না। শুধু কাজ আর কাজ। বাবার জন্য আমার খুব চিন্তা হচ্ছে!’
সম্প্রতি এমনই একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। শিশুটির মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। তাকে বোঝানোর চেষ্টা করছিলেন, ‘বাবা খালিপেটে থাকে না। সন্ধ্যাতেও খায়। তোমার চিন্তা করার কোনও কারণ নেই।’ কিন্তু সে কথা শোনে কে?
This moved me to tears. No idea where this was recorded or who this little angel is. Daughters are the best! The struggle, the empathy and concern and the love! pic.twitter.com/k8dll9ZsvT
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) February 4, 2022
উল্টে মাকে প্রায় ধমকের সুরে তাকে বলতে শোনা যায়, ‘মানুষই তো খাবার খায়, তাই না, মা? দোকানের লোকরাও তো মানুষ। ওরা যদি খেতে পারে, তা হলে আমার বাবা কেন পারবে না?’
এ কথা বলতে বলতে শিশুটি কেঁদে ফেলে। বার বার বলতে থাকে, ‘বাবার জন্য আমার খুব চিন্তা হয় মা।’ তখন মা তাঁকে বলেন, ‘তুমি কেন কাঁদছ?’ পাল্টা সে বলে, ‘সব বাচ্চারই তার বাবার জন্য চিন্তা হয়। আমার হবে না?’
ভিডিয়োটি শেয়ার করেছেন অভিনেত্রী রবিনা টন্ডনও। এক টুইটার গ্রাহক বলেন, ‘বাবার জন্য এত চিন্তা! যাঁদের কাছে মেয়ে একটা বোঝার মতো, তাঁদের এই ভিডিয়োটি দেখা উচিত।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy