স্টেশনের শৌচাগারের ভিতর থেকে রক্ত গড়িয়ে বেরোচ্ছিল। শৌচাগারে রক্ত কেন, যাত্রীদের নজর পড়তেই হুলস্থুল পড়ে যায় মুম্বইয়ে ছত্রপতি শিবাজি রেলস্টশনে। ভিতরে উঁকি মারতেই যাত্রীরা চমকে ওঠেন। তাঁরা দেখেন, এক তরুণীর হাতের শিরা কাটা। রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে রেলপুলিশে খবর দেন যাত্রীরা।
পুলিশ জানিয়েছে, শৌচাগারের ভিতর থেকে এক তরুণীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর হাতের শিরা কাটা ছিল। অনেক রক্তপাত হয়েছে। তবে কখন, কী ভাবে এই ঘটনা ঘটালেন বিষয়টি স্পষ্ট নয়। যে প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটেছে সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
রেলপুলিশ জানিয়েছে, শৌচাগারের মেঝেতে রক্ত দিয়ে লেখা ছিল, ‘আই অ্যাম সরি’! কিন্তু কার উদ্দেশে তরুণী ওই কথা লিখেছেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, তরুণীর বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কেন তিনি এ কাজ করলেন, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এক মহিলা প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রেন থেকে নেমে শৌচাগারে ঢোকার মুখেই রক্ত দেখতে পেয়ে ভয় পেয়ে গিয়েছিলেন। আরও কয়েক জন যাত্রীকে বিষয়টি জানান তিনি। সকলে মিলে বিষয়টি রেলপুলিশকে জানান। তার পর শৌচাগারের মেঝে থেকে তরুণীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তরুণীর নাম এবং পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।