বিয়ের সাজে ভোটের লাইনে ধনঞ্জয় ধ্যানী ও তাঁর পরিবার। ছবি: টুইটার থেকে নেওয়া।
পূর্ব দিল্লির শাকারপুরে মিউনিসিপাল কর্পোরেশন স্কুলে ভোটের লাইনে দেখা গেল শেরওয়ানি, পাগড়িতে পুরোদস্তুর বিয়ের সাজে এক যুবককে। যুবকের নাম ধনঞ্জয় ধ্যানী। আর শুধু তিনি একাই নন, আত্মীয়-বন্ধু অনেকেই ছিলেন তাঁর সঙ্গে। তাঁরাও রীতিমতো বরযাত্রীর সাজেই ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছিলেন।
আসলে ধনঞ্জয়ের এদিন সত্যিই বিয়ে ছিল। কিন্তু বিয়ের জন্য ভোট দেওয়া হবে না, এটা ঠিক মেনে নিতে পারেননি তাঁরা। তাই ঠিক করেন, বিয়ে করতে যাওয়ার পথেই বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়ে তারপর বিয়ের আসরে পৌঁছবেন। করলেনও তাই, বরযাত্রী ব্যান্ডপার্টি সহ পৌঁছে যায় ভোটের লাইনে। এমনকি লাইনে দাঁড়িয়ে তাঁরা বাজনার সঙ্গে একপ্রস্থ নেচেও নেন।
আরও পড়ুন: কেঁপে উঠল উত্তরবঙ্গ, ভূমিকম্পের উৎসস্থল অসম
#DelhiElections2020
— Amandeep Singh (@singhaman1904) February 8, 2020
A groom and his family wait for their turn outside a polling booth at Shakarpur. (For cameras they danced well) pic.twitter.com/Jowl8JfowX
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy