প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডি। — ফাইল ছবি।
প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা উমেন চাণ্ডি। বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার কাকভোরে বেঙ্গালুরুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সমাজমাধ্যমে পোস্ট করে এ খবর দিয়েছেন তাঁর ছেলে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে কেরলে মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছে। কংগ্রেস সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন উমেন। তিনি ক্যানসারে ভুগছিলেন। দীর্ঘদিন ধরেই শারীরিক ভাবে অশক্ত হয়ে পড়েছিলেন উমেন। সাম্প্রতিক অতীতে চিকিৎসার জন্য বেঙ্গালুরুতেই থাকতে হচ্ছিল তাঁকে।
Deeply saddened by the passing of former Kerala CM and esteemed Congress leader, Oommen Chandy.
— Congress (@INCIndia) July 18, 2023
A stalwart in politics, his contributions to Kerala's progress and development will always be remembered. A true statesman, he leaves behind a legacy that will inspire generations.… pic.twitter.com/i54AdIhwJZ
২০০৪ থেকে ২০০৬ এবং ২০১১ থেকে ২০১৬ সাল—দু’দফায় মোট সাত বছর কেরলের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন উমেন। এ ছাড়াও শ্রম দফতর, স্বরাষ্ট্র, অর্থ দফতরের মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। কেরল বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবেও কাজ করেছেন উমেন।
কেরলের পুথুপ্পাল্লি বিধানসভা কেন্দ্র থেকে টানা জিতে এসেছেন উমেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেরলের বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বিধানসভার স্পিকার, বিরোধী দলনেতা প্রমুখ। শোকপ্রকাশ করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Deeply saddened at the demise of respected Oommen Chandy, former chief minister of Kerala and elder statesman of our times. The veteran Congress leader had played vital role in Kerala 's development and democratisation of public life. I offer my sincere condolences to the…
— Mamata Banerjee (@MamataOfficial) July 18, 2023
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy