চোর সন্দেহে ছত্তীসগঢ়ে বেধড়ক মারধর করা হল দুই যুবককে। অভিযোগ, অত্যাচারের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, তাঁদের নখ উপড়ে নেওয়া হয়। দেওয়া হয় বৈদ্যুতিক শকও!
ছত্তীসগঢ়ের কোরবা জেলায় একটি আইসক্রিম কারখানায় কাজ করতেন রাজস্থানের দুই যুবক অভিষেক ভামবি এবং বিনোদ ভামবি। তাঁদের অভিযোগ মোতাবেক, সম্প্রতি অভিষেক ঋণ শোধ করার জন্য মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা অগ্রিম চেয়েছিলেন। কিন্তু মালিক তা অস্বীকার করেন। তার পরেই নাকি দু’জনের বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়।
অভিযোগ, গত মঙ্গলবার দু’জনকে বেঁধে রেখে নখ উপড়ে নেওয়া হয়। দেওয়া হয় বৈদ্যুতিক শক। ওই ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কোনও রকমে ওই কারখানা থেকে পালিয়ে যান অভিষেক এবং বিনোদ। ফিরে আসেন রাজস্থানের ভিলওয়াড়া জেলায় নিজেদের বাড়িতে। সেখানকার এক থানায় কারখানার মালিক ছোটু গুর্জর এবং আরও কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা। এই বিষয়ে ছত্তীসগঢ় পুলিশকে অবহিত করে রাজস্থান পুলিশ। শুরু হয় তদন্ত। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি।