Advertisement
৩০ নভেম্বর ২০২৪

টুকরো খবর

ভারত শান্তি চায়, কিন্তু সম্মান খোয়াতে রাজি নয় বলে ফের চিন ও পাকিস্তানকে বার্তা দিল নরেন্দ্র মোদী সরকার। ভারত-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) অনুষ্ঠানে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, “ভারত শান্তি চায়। কিন্তু কখনওই নিজের সম্মানহানির বিনিময়ে নয়।” গত এক বছরে একাধিক বার সীমান্ত লঙ্ঘন করে ভারতে অনুপ্রবেশ করেছে চিনা সেনা। এমনকী মাসখানেক আগে চিনা প্রেসিডেন্টের ভারত সফর চলাকালীনও লাদাখে অনুপ্রবেশ করেছে তারা।

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৪ ০২:১২
Share: Save:

পড়শিদের ফের কড়া বার্তা দিলেন রাজনাথ

নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি

আইটিবিপির এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
শুক্রবার গ্রেটার নয়ডার সুরজপুর ক্যাম্পে। ছবি: পিটিআই

ভারত শান্তি চায়, কিন্তু সম্মান খোয়াতে রাজি নয় বলে ফের চিন ও পাকিস্তানকে বার্তা দিল নরেন্দ্র মোদী সরকার। ভারত-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) অনুষ্ঠানে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, “ভারত শান্তি চায়। কিন্তু কখনওই নিজের সম্মানহানির বিনিময়ে নয়।” গত এক বছরে একাধিক বার সীমান্ত লঙ্ঘন করে ভারতে অনুপ্রবেশ করেছে চিনা সেনা। এমনকী মাসখানেক আগে চিনা প্রেসিডেন্টের ভারত সফর চলাকালীনও লাদাখে অনুপ্রবেশ করেছে তারা। মোদী সরকার চিনের সীমান্তবর্তী এলাকায় পরিকাঠামো উন্নয়নে মন দেওয়াতেও ক্ষুব্ধ বেজিং। এই পরিস্থিতিতে কড়া অবস্থান নেওয়ার পাশাপাশি নিজেদের প্রস্তুতিও বাড়াতে চাইছে মোদী সরকার। ভারত-চিন সীমান্তের একটি বড় অংশ রক্ষার দায়িত্বে রয়েছে আইটিবিপি। নজরদারি চালানোর জন্য তাদের উন্নত প্রযুক্তির ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বায়ুসেনার কিছু কপ্টারকেও আইটিবিপি-র কাজে ব্যবহারের কথা ভাবা হয়েছে। চিনের পাশাপাশি পাকিস্তানকেও একহাত নেন রাজনাথ। গত কাল সিয়াচেনে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটান প্রধানমন্ত্রী। সে দিনও ভারতীয় সীমান্ত লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। রাজনাথের কথায়, “গতকাল দীপাবলি ছিল। উৎসবের দিনেও হামলা চালিয়েছে পাক বাহিনী।” পাশাপাশি কাশ্মীর নিয়ে ফের রাষ্ট্রপুঞ্জে সরব হওয়ার কৌশল নিয়েছে পাকিস্তান। সীমান্তে ভারতের ‘একতরফা হামলা’-র প্রতিবাদে গত কাল পাক পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। তাতে কাশ্মীর সমস্যা সমাধানে রাষ্ট্রপুঞ্জকে হস্তক্ষেপ করতে ফের অনুরোধ করার কথাও বলা হয়েছে। বিষয়টি নিয়ে আজ রাজনাথ বলেন, “ভারত নিজের সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে প্রস্তুত। সার্বভৌমত্বের প্রশ্নে কোনও আপস করা হবে না।”

প্রয়াত মীনাক্ষি সেন

নিজস্ব সংবাদদাতা • আগরতলা

বিশিষ্ট কথা সাহিত্যিক মীনাক্ষি সেন মারা গেলেন। একদা নকশাল আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মীনাক্ষি সেনের ‘জেলের ভিতরে জেল’ উল্লেখযোগ্য সৃষ্টি। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে গত কয়েকদিন ধরেই তিনি আগরতলার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬০ বছর। নারী আন্দোলনের অগ্রগণ্য এই নেত্রী ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের সদস্য-সচিব। দুপুরে মীনাক্ষি সেনের মরদেহ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্বরে নিয়ে আসা হয়।

স্কুলের বিরুদ্ধে

সংবাদ সংস্থা • বেঙ্গালুরু

তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিরোনামে আসা বেঙ্গালুরুর স্কুলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কর্নাটক সরকার। মুখ্যমন্ত্রী কে সিদ্দারামাইয়া শুক্রবার পুলিশ এবং শিক্ষা দফতরকে এই নির্দেশ দিয়েছে।

‘ফতেহ দিবস’ উপলক্ষে একটি অনুষ্ঠানে ঘোড়ায় চড়ে
কেরামতি শিখ যোদ্ধাদের। শুক্রবার অমৃতসরে। ছবি: এপি

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy