রামগড়ের প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা। ফাইল ছবি।
বিজেপির প্রাক্তন বিধায়কের বিস্ফোরক স্বীকারোক্তির ভিডিয়ো ঘিরে তোলপাড় রাজস্থানে। প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিংহ দোতাসরা শনিবার টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজাকে বলতে শোনা যাচ্ছে, তিনি এখনও পর্যন্ত পাঁচ জনকে পিটিয়ে খুন করেছেন।
সম্প্রতি রাজস্থানের গোবিন্দগড়ে ৪৫ বছরের চিরঞ্জিলাল সাইনি নামে এক ব্যক্তিকে ট্র্যাক্টর চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনা ঘটে। জ্ঞানদেব সেই নিয়ে কথা বলতে গোবিন্দগড় গিয়েছিলেন। সেখানে স্থানীয় আরএসএস কর্মীরা তাঁকে প্রস্তাব দেন, চিরঞ্জিলালের খুনে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ আন্দোলনের ডাক দেওয়ার জন্য। সেখানেই বাকিদের থামিয়ে রামগড়ের প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞানদেবকে বলতে শোনা যায়, ‘‘লাওয়ান্ডি হোক বা বেহরুর— আমরা এখনও পর্যন্ত পাঁচ জনকে পিটিয়ে মেরেছি। কিন্তু এটা প্রথম হল, ওরা আমাদের কাউকে পিটিয়ে মেরে দিল।’’ তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমি আমার লোকেদের বলে দিয়েছি, খুন করে ফেলতে। তার পর জামিনের ব্যবস্থাও আমরা করব, ওদের বেকসুর খালাস করিয়ে নিয়ে আসব।’’
"अब तक 5 हमने मारे हैं…कार्यकर्ताओं को खुली छूट दे रखी है..मारो **** को..ज़मानत हम करवाएँगे” ये शब्द राजस्थान भाजपा कार्यकारिणी के सदस्य और पूर्व विधायक ज्ञानदेव आहूजा के हैं।
— Govind Singh Dotasra (@GovindDotasra) August 20, 2022
BJP के मजहबी आतंक व कट्टरता का और क्या सबूत चाहिए? पूरे देश में भाजपा का असली चेहरा सामने आ गया है। pic.twitter.com/v8XhxZEKcF
এ বিষয়ে অলওয়ার দক্ষিণের বিজেপি সভাপতি সঞ্জয় সিংহ নারুকা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, তিনি ব্যক্তিগত ভাবে এমনটা মনে করেন না। এটা জ্ঞানদেবের ব্যক্তিগত মতামত বলেও দাবি তাঁর। সংবাদ সংস্থা সূত্রে খবর, এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য জ্ঞানদেবের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি নিজের বক্তব্যেই অনড় থেকে জানান, ‘‘গরুচুরি বা গরু জবাইয়ে যুক্তদের ছাড়া হবে না।’’
এই ভিডিয়োটি শেয়ার করে গোবিন্দ সিংহ বলেন, ‘‘এই হল বিজেপির আসল চেহারা। সাম্প্রদায়িক হিংসা ছড়াতে বিজেপির কৌশলের হাতেগরম প্রমাণ।’’
সাম্প্রতিক কালে অলওয়ারে অন্তত দু’টি পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে। ২০১৭-য় পেহলু খানকে পিটিয়ে মারা হয়। তার পর ২০১৮-তেও অলওয়ারের রামগড়ে রকবর খানকে একই ভাবে পিটিয়ে খুন করা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy