জুতো হাতে করে তুলে এনে রেখে দিলেন শাহের পদযুগলের সামনে। ছবি : টুইটার থেকে।
তেলেঙ্গানায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি মন্দির দর্শনের সময় তাঁকে জুতোজোড়া বাইরে রেখে ভিতরে যেতে হয়েছিল। খালি পায়ে তিনি মন্দির থেকে বেরোতেই দেখা গেল রাজ্যের বিজেপি সভাপতি উসখুশ করছেন। একটু বেশি তৎপর হয়েই তিনি গতি বাড়িয়ে শাহের পাশ ছেড়ে এগিয়ে গেলেন। মন্দিরের এক পাশে রাখা শাহের জুতো হাতে করে তুলে এনে রেখে দিলেন শাহ পদযুগলের এক্কেবারে সামনে। দেখে তেলেঙ্গানা সরকারের মন্ত্রীরা থ। তাঁরা একটিই কথা বলেছেন— চাকরবৃত্তির শেষ কথা!
Telangana BJP state president MP Bandi Sanjay rushing to give foot-ware to his colleague MP Amit Shah!
— YSR (@ysathishreddy) August 22, 2022
Gulamgiri at its best 👇 pic.twitter.com/W1yXFI6zVZ
তেলেঙ্গানার ওই বিজেপি নেতা যিনি এই ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন, তাঁর নাম বান্দি সঞ্জয় কুমার। তাঁর ভিডিয়োটি নেট মাধ্যমে শেয়ার করেছেন তেলেঙ্গানার মুখ্য মন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র কেটি রামা রাও। তিনি লিখেছেন, রাজ্যের মানুষ এই ভৃত্যগিরি দেখছেন। তেলেঙ্গানা নিজের আত্মমর্যাদাবোধ কখনও এ ভাবে বিসর্জন দেবে না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy