প্রতীকী চিত্র। শাটারস্টক।
আগ্রার একটি কলেজের নোটিস ঘিরে রীতি মতো চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নোটিসে বলা হয়েছে, ১৪ ফেব্রুয়ারির আগে ছাত্রীদের অন্তত ১ জন বয়ফ্রেন্ড জোগাড় করতে হবে। নিরাপত্তার খাতিরে নাকি এই সিদ্ধান্ত। সেই নোটিসের ছবিই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আগ্রার সেন্ট জন্স কলেজের লেটারহেডে যে নোটিসের ছবি ঘুরে বেড়াচ্ছে সেখানে লেখা হয়েছে, ’১৪ ফেব্রুয়ারির আগে প্রত্যেক ছাত্রীর অন্তত ১ জন বয়ফ্রেন্ড থাকা বাধ্যতামূলক। নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত। একক (বয়ফ্রেন্ড নেই যাঁদের) ছাত্রীরা কলেজে চত্বরে ঢোকার অনুমতি পাবেন না। ছাত্রীদের বয়ফ্রেন্ডের সঙ্গে সাম্প্রতিক ছবিও দেখাতে হবে। ভালবাসা ছড়িয়ে দিন’।
কলেজের লেটারহেডে ছাপা সেই নোটিসের নীচে আবার দায়িত্বে থাকা এক অধ্যাপকের নাম করে সইও করা হয়েছে। চিঠির তারিখ দেওয়া হয়েছে ১৪ জানুয়ারি। আর নোটিসের শুরুতেই লেখা হয়েছে এটি দ্বিতীয় তৃতীয় এবং চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের জন্য।
#fakenotice in the name of St John's College Agra says that the single girl students have been asked to have a boyfriend by February 14. #UttarPradesh pic.twitter.com/LTwsHBEdTJ
— Ink India News (@InkIndiaNews) January 28, 2021
যদিও আগ্রার ওই কলেজের তরফে মোটেই এমন নোটিস দেওয়া হয়নি। তবে এমন একটি ‘গুরুত্বপূর্ণ’ নোটিস নেটাগরিকদের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে মোটেই সময় নেয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy