Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Arindam Sil

আমি তৃণমূল সরকার বা পার্টির থেকে এক পয়সাও মুনাফা পাই না: অরিন্দম শীল

শুক্রবার তাঁর নতুন ছবি ‘খেলা যখন’-এর মুক্তি। আবার একটি থ্রিলার নিয়ে আসছেন পরিচালক। তার আগে অকপট অরিন্দম শীল।

 অরিন্দম শীল।

অরিন্দম শীল। ফাইল চিত্র।

শতরূপা বসু
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ২২:২১
Share: Save:

প্রশ্ন: ‘খেলা যখন’ আপনার অন্যান্য থ্রিলারের চেয়ে কতটা আলাদা?

অরিন্দম: বাংলায় থ্রিলার মানেই গোয়েন্দা গল্প। সেটার জন্য যদি কাউকে দোষারোপ করতে হয়, তা হলে সেটা আমাকেই করতে হবে। এই বলে আমি গোয়েন্দা জঁরকে ছোট করতে চাইছি না। কিন্তু এটা মানতেই হবে যে, গোয়েন্দা জঁরটা থ্রিলার জঁরের একটা অংশ মাত্র। এই যে অন্য রকম থ্রিলার ছবি, যেটা আমরা ইউরোপীয় বা দক্ষিণ এশীয় ছবিতে দেখছি সেটা কোথাও বাংলা ছবিতে দেখতে পাচ্ছি না। ‘খেলা যখন’-এর আইডিয়াটা ছিল এমন একটা ছবি তৈরি করা, যেটার শুধু ভাষাটাই বাংলা। সমগ্র অভিজ্ঞতাটা আন্তর্জাতিক। বাংলা ছবির বাজেট আগামী কয়েক বছরে বিশাল কিছু বদলাবে বলে মনে হচ্ছে না। এই বাজেটেই কাজ হবে। যত দিন না একটা বিশাল ‘ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক’ আসে, তত দিন এটাই চলবে। তাই ‘কম বাজেটে কাজ করি’ বলে দুঃখ না করে আমরা যদি এগিয়ে গিয়ে নিজেরাই নিজেদের ঠেলি আরও ভাল কাজ করার জন্য— সেই ভাবনা থেকেই ‘খেলা যখন’।

প্রশ্ন: ‘ধনঞ্জয়’-এর পর মিমি চক্রবর্তীর সঙ্গে এই ছবি তো আপনার দ্বিতীয় কাজ?

অরিন্দম: মিমিকে ‘ধনঞ্জয়’-এ ব্যবহার করার পর মনে হয়েছিল যে, ওর মতো তথাকথিত বাণিজ্যিক ছবির অভিনেতাদের মধ্যে অনেক বেশি ক্ষমতা আছে। যে জন্য আমি কোয়েল মল্লিককেও নিয়েছিলাম। আমার মনে হয়েছিল, এই চরিত্রে মিমিকে মানাবে। চরিত্রটার দুটো দিক আছে। মিমির সেই স্মার্টনেস আছে। আমরা অনেক ওয়ার্কশপ আর ট্রেনিং করেছি। মিমি খুবই নিষ্ঠাভরে কাজটা করেছে।

প্রশ্ন: আপনি ব্যোমকেশ করেছেন, শবর করেছেন, মিতিন মাসি করেছেন। সবই গোয়েন্দা গল্প। এগুলোকে আপনি আলাদা করেন কী করে?

অরিন্দম: এখন ফেলুদাও করছি। ছবির বিষয়বস্তু মাথায় রাখি। এটা মানতে হবে যে, প্রত্যেকটা গল্প বা ফ্র্যাঞ্চাইজ়ির একটা নিজস্বতা আছে। আমি সেই নিজস্বতাগুলোকে খুব জোরদার করে তুলে ধরি। শবরের যে ‘র’ ব্যাপারটা বা ব্যোমকেশের যে ব্যোমকেশ-অজিত-সত্যবতীর সম্পর্ক, তার মাউন্টিং বা লার্জার দ্যান লাইফ ব্যাপার— এর প্রত্যেকটা করার সময় আমি পুরোপুরি সেটাতেই নিজেকে নিমজ্জিত রাখি। অন্য কিছু ভাবি না। অনেক সময় যেটা হয়, আমার চিত্রনাট্যকার ব্যোমকেশের সঙ্গে ফেলুদার সংলাপ গুলিয়ে ফেলে। সে বিষয়ে আমি খুব সাবধানী। আমি আর পদ্ম (পদ্মনাভ দাশগুপ্ত) খুব সাবধান থাকি যে, এরা কে কী ভাবে কথা বলে, কেমন আচার-আচরণ করে। একসঙ্গে কাজ করতে করতে আমাদের একটা বোঝাপড়া হয়ে গিয়েছে। আর আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু তুলে আনতে। যা দর্শককে আগে দিয়ে এসেছি সেটার পুনরাবৃত্তি আমি কখনও করি না।

ছবির দৃশ্যে অর্জুনের সঙ্গে মিমি।

ছবির দৃশ্যে অর্জুনের সঙ্গে মিমি। ছবি: সংগৃহীত।

প্রশ্ন: আপনি তৃণমূলের এবং মুখ্যমন্ত্রীর এত কাছের লোক। পার্টিতে যোগ দেননি কেন?

অরিন্দম: আমি তৃণমূলের কাছের লোক নই। পার্টির সঙ্গে আমার কোনও সংযোগ নেই। আমি পার্টির কোনও কাজ করি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ হিসেবে শ্রদ্ধা করি। ওঁর সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমার ওঁকে ভাল লাগা। কোথাও মনে হয়েছিল যে, ভদ্রমহিলার একটা জেনুইনিটি আছে। সেই জেনুইনিটি দিয়ে উনি কোনও ভাল কাজ করতে চান। এ কথা ঠিক যে আমি বামপন্থী চিন্তাধারার মানুষ ছিলাম। তার শিকড় আমার মধ্যে থেকে কখনও উড়ে যেতে পারে না। সেটা একটা শিক্ষা। আমি সেই শিক্ষায় বড় হয়েছি। বামপন্থীর প্রতি আমার বিরাগ নেই। আমার বিরাগ বামফ্রন্টের প্রতি। ৩৪ বছরের শাসনকালের পর তারা মানুষকে ভুলে গেল। সেই শিকড়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গভীর যোগ তৈরি করেছেন। যখন ওঁর সঙ্গে আমার পরিচয় হয়, তখন আমার মনে হয়েছিল ইনিও কমিউনিস্ট। কমিউনিস্ট হওয়ার জন্য কমিউনিস্ট পার্টির সদস্য হতে হয় না। আমার মতে, বিবেকানন্দও বিরাট সমাজতান্ত্রিক। উনি তো কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন না। ওই জায়গা থেকে মমতার সঙ্গে আমার সম্পর্ক বলুন, আর যোগাযোগ বলুন। উনি মানুষকে সম্মান করতে জানেন। সেই জায়গা থেকে উনি কিছু কাজের ভার দিয়েছেন আমাকে— যার মধ্যে অন্যতম হল কলকাতা চলচ্চিত্র উৎসব। উৎসবের সিনিয়র অ্যাডভাইজ়ার করেছেন আমাকে। ওঁর আগের আমল থেকেই আমি এই উৎসবে কাজ করেছি। বুদ্ধবাবুর (প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য) সময়ও আমি চলচ্চিত্র উৎসবে কাজ করেছি। এর জন্য আমি কোনও টাকাপয়সা পাই না। আমি তা চাইও না। আমি এই সরকার বা পার্টির থেকে এক পয়সা মুনাফা পাই না। আমার এই পার্টির সঙ্গে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সৌজন্যের সম্পর্ক আছে। সেটাকে আমি কোনও ভাবেই অপরা‌ধ বলে মনে করি না। আমি বিশ্বাস করি যে, যে কাজটা আমি সবচেয়ে ভাল পারি, সেটা হল চলচ্চিত্র। এ বছর আমার এই জগতে ৩৫ বছর পূর্ণ হল। নির্দেশক হিসাবে ১০ বছর হল। এই জায়গাটা তো সহজে অর্জিত হয়নি। আমি অভিনেতা থেকে যখন নির্দেশক হলাম, সেটা আমার ইন্ডাস্ট্রির অনেকে মেনে নিতে পারেননি। কিন্তু সেই নির্দেশক ১০ বছরের মধ্যে ১৮টা ছবি করে ফেলেছে। যার প্রায় সব ক’টা সুপারহিট অথবা ব্লকবাস্টার। তার সঙ্গে সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। তাকে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা পরিচালক বলে মানা হচ্ছে এখন। এটা একটা বিশাল প্রাপ্তি। এতটা ভালোবাসা আমার রাজনীতির প্রতি নেই। অতটা শ্রমও আমি ওখানে দিতে পারব না। আর একটা ব্যাপার হল, তথাকথিত ভাবে আমার একটা জায়গা আছে। সেই জায়গাটা কি আমি রাজনীতিতে যোগ দিলে পাব? কোনও দিন পাব না। আমি আমার পেশায় সেরার জায়গায় আছি। তার জন্য কখনও কোনও আপস করব না। গত নির্বাচনে আমাকে শুধু রাজ্য থেকে নয়, কেন্দ্রীয় সরকার থেকেও প্রস্তাব দেওয়া হয়েছিল দাঁড়ানোর জন্য। আমি তাঁদেরকে বার বার একটা কথা বলেছি। আমি মানুষের জন্য বা সমাজের জন্য আমার জায়গা থেকে কোনও কাজ যদি করতে পারি, যদি আপনাদের মনে হয়, তা হলে সেই কাজ আমি করব। কিন্তু আমি রাজনীতিক হয়ে পার্টি বা সরকারের কাজ করব না। করিও না।

ছবির অন্য একটি দৃশ্যে মিমি।

ছবির অন্য একটি দৃশ্যে মিমি। ছবি: সংগৃহীত।

প্রশ্ন: সৃজিত মুখোপাধ্যায় চা-পান আসরে ডাকলে যাবেন?

অরিন্দম: (মুচকি হেসে) অবশ্যই, কেন যাব না? সৃজিতের সঙ্গে তো অন্তত আমার কোনও সমস্যা নেই। দেখা হলে যথেষ্ট ভাল আড্ডা হয়। ও এখন ব্যস্ত মুম্বই-টুম্বই নিয়ে। এসভিএফ-এ বসে তো আমরা দু’জনে চা খাই।

প্রশ্ন: আপনার এত হিট ছবি, কিন্তু সে রকম পুরস্কার প্রাপ্তি থেকে বঞ্চিত থাকলেন কেন?

অরিন্দম: মানুষের স্বীকৃতি আমার কাছে সবচেয়ে বড়। সেই স্বীকৃতি আমি যা পেয়েছি বা পাচ্ছি, সেটা বোধ হয় খুব কম নির্দেশক পেয়েছে। আমি কখনও ট্রোলড হই না, জানেন তো? আপনি আমার সোশ্যাল হ্যান্ডেল চেক করতে পারেন। আমার প্রচুর অনুরাগী আছেন, যাঁরা আমার প্রভূত সম্মান করেন। এটা একটা বিশাল পাওয়া। এখনও পর্যন্ত কোনও বড় পুরস্কার আমি পাইনি। আমার প্রথম ছবি একটি বিরাট পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। কিন্তু আমি হেরে গিয়েছিলাম অন্য এক জনের কাছে। আমি জানি, আমার পুরস্কার ভাগ্য খারাপ। তবে আমার একটা থিয়োরি আছে। সেটা হল, সবার যা পাওয়ার পেয়ে নিক। আমার সমসাময়িকরা। আমার জুনিয়ররা। তার পর তো আমি আছিই (হাসি)।

অন্য বিষয়গুলি:

Arindam Sil Interview Tollywood Actor Director
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy