Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Sushant Sing Rajput

Sushant-Rhea: সাতপাক ঘুরে ফেলেছেন অঙ্কিতা, জন্মদিনে সুশান্ত-স্মরণে শুধুই রিয়া!

ভিডিয়ো-ঝলকের পাশে লাল টুকটুকে হৃদয় চিহ্ন। আজও বুঝি সুশান্তের অভাবে রিয়ার সেই হৃদয় থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে!

নতুন জীবন অঙ্কিতার। জন্মদিনে সুশান্তকে নিয়ে পোস্ট করলেন রিয়া।

নতুন জীবন অঙ্কিতার। জন্মদিনে সুশান্তকে নিয়ে পোস্ট করলেন রিয়া।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৭:১৩
Share: Save:

তখনও সুশান্ত সিংহ রাজপুত অতীত নন! জলজ্যান্ত বর্তমান। বরং তাঁর জীবনে অঙ্কিতা লোখান্ডে অতীত। আর রিয়া চক্রবর্তী হৃদয়জুড়ে। সেই সময়ের যুগলের একটি ঝলক নতুন করে প্রকাশ্যে। নতুন করে ভাইরাল। হেতু? সুশান্তের ৩৬তম জন্মদিন। জুটিতে দুষ্টু-মিষ্টি খুনসুটির এই ঝলক পোস্ট করেই রিয়া আরও এক বার স্মরণ করলেন তাঁর অসমাপ্ত ভালবাসাকে। অঙ্কিতা সদ্য পরিণীতা। তাই এ দিন তিনি নীরব!

কী আছে ভিডিয়োয়? প্রেমিক-প্রেমিকা একসঙ্গে জিমখানায়। শরীরচর্চা আর খুনসুটি দুই-ই চলছে পুরোদমে। সেখানেই গানের তালে সুশান্ত দেখিয়েছেন, কী ভাবে ক্রমশ তাঁর শরীরের পেশি দৃঢ়, মজবুত হচ্ছে! প্রেমিকের নিজেকে বিজ্ঞাপিত করার ভঙ্গি দেখে হেসে কুটিপাটি রিয়া। ভিডিয়ো-ঝলকের পাশে লাল টুকটুকে হৃদয় চিহ্ন। সুশান্তের অভাবে আজও বুঝি রিয়ার সেই হৃদয় থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে! অভিনেত্রী যেন বলতে চেয়েছেন সে কথাই।

রিয়ার ইনস্টাগ্রাম স্টোরিও আজ সুশান্তময়। সেখানে প্রেমিকার কাঁধে মাথা রেখে নিশ্চিন্ত তাঁর প্রেমিক। সূর্যের আলো ঝাঁপিয়ে পড়েছে তাঁদের চোখে-মুখে। আলোর ঝাপটায় দু’জনে চোখ বুজে ফেলেছেন। তবে ভাললাগা, ভালবাসার আবেশ লুকোতে পারেননি। রিয়ার মতোই সুশান্তকে শ্রদ্ধা, ভালবাসা জানাতে ভোলেননি রিয়ার ভাই শৌভিকও। সুশান্তের আত্মহননের কারণে যাঁরা দীর্ঘ দিন জেলবন্দি ছিলেন। শৌভিক তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পুরনো একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে পার্টি করতে করতেই একে-অন্যকে জড়িয়ে ধরেছেন তাঁরা। রিয়ার ভাইয়ের দাবি, সুশান্তকে কখনও ভোলা যায় না! খুব ফাঁকা লাগছে তাঁরও।

অন্য বিষয়গুলি:

Sushant Sing Rajput Rhea Chakarborty Ankita Lokhande birthday boy bollywood celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy