গত এক বছর ধরে বলিউডে সফল ছবির সংখ্যা কমেছে। নির্মাতা থেকে শুরু করে অভিনেতা— প্রত্যেকেরই কপালে চিন্তার ভাঁজ। এমতাবস্থায় বলিউডের ‘ব্যর্থতা’ প্রসঙ্গে মুখ খুললেন আমির খান। আগামী ১৪ মার্চ ৬০ বছরে পা রাখতে চলেছেন আমির। অভিনেতার জন্মদিন উপলক্ষে তাঁর অভিনীত একাধিক ছবি নতুন করে প্রেক্ষাগৃহে দেখানোর উদ্যোগ নিয়েছে একটি মাল্টিপ্লেক্স। রবিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে কথা বলেছেন আমির, যার মধ্যে অন্যতম প্রসঙ্গ ছিল বলিউড।
সাম্প্রতিক অতীতে দেশে দক্ষিণী ছবির সাফল্যের নেপথ্যে আবেগকে চিহ্নিত করেছেন আমির। তাঁর মতে, দক্ষিণী নির্মাতারা তাঁদের গল্পে আবেগকে প্রাধান্য দেন, যেটা বলিউডের পরিচালকেরা ভুলে গিয়েছেন। আমির বলেন, ‘‘বলিউডের পরিচালক এবং কাহিনিকারেরা তাঁদের শিকড়কে ভুলে গিয়েছেন। আবেগ এবং অনুভূতি নানা রকমের হতে পারে। সংখ্যাগরিষ্ঠ দর্শক আবেগ পছন্দ করেন। কিন্তু বলিউড আবেগকে প্রাধান্য দিচ্ছে না।’’
আরও পড়ুন:
আমিরের মতে, জীবনের বিভিন্ন আঙ্গিক নিয়ে বলিউড কথা বলতে চাইছে। কিন্তু সেখানে জোর দেওয়া হচ্ছে সূক্ষ্ণ অনুভূতির উপর। উদাহরণ হিসেবে অভিনেতা হিংসার সঙ্গে সন্দেহ— দুই অনুভূতির তুলনা টেনেছেন।
আমিরের মতে, দক্ষিণী ইন্ডাস্ট্রি সিঙ্গল স্ক্রিনের জন্য অনেক বেশি ছবি তৈরি করে। সেখানে বলিউড এখন বেশি জোর দিচ্ছে মাল্টিপ্লেক্সের দর্শকের উপর। অভিনেতার কথায়, ‘‘এখন বলিউডে সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সের জন্য আলাদা ছবি তৈরি হচ্ছে। অন্য দিকে, দক্ষিণ আরও বড় বিষয় নিয়ে সিঙ্গল স্ক্রিনকে মাথায় রেখে ছবি তৈরি করছে।’’ আমির এই মুহূর্তে তাঁর পরবর্তী ছবি ‘সিতারে জমিন পর’-এর মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি, তাঁর প্রযোজিত ছবি ‘লাহোর ১৯৪৭’-এর প্রস্তুতিও শুরু হয়েছে।