‘ব্রহ্মাস্ত্র’ জুড়ে রয়েছেন রণলিয়া। ছবি: সংগৃহীত।
শিবা আর শিবা। ঈশার মুখে খালি শিবারই নাম। দু’চার বার নয়, বার বার! কেন ‘ব্রহ্মাস্ত্র’ জুড়ে মুহূর্তে মুহূর্তে শিবারই নাম করেন ঈশা চট্টোপাধ্যায়? এ ছবিতে ঈশার চরিত্রে প্রাণ ঢেলেছেন যিনি, সেই আলিয়া ভট্ট অবশ্য শিবাকে নিয়ে অসংখ্য ‘মিম’ এবং ভিডিয়ো বেশ রসিয়ে রসিয়ে উপভোগ করছেন। আর ‘ব্রহ্মাস্ত্র’ জুড়ে অজস্র বার শিবা ডাকের রহস্য ফাঁস করেছেন খোদ পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
অয়নের মুন্সিয়ানায় শিবাকে জীবন্ত করেছেন রণবীর কপূর। ৯ সেপ্টেম্বর মুক্তির পর গোড়ায় ধীর গতিতে এগোলেও আজকাল বক্স অফিসে ছুটছে ‘ব্রহ্মাস্ত্রের’ ঘোড়া। ২০০ কোটির দিকেই এগোচ্ছে রণলিয়ার ছবি। সে ছবি ঘিরে নেটমাধ্যমে মিম আর ভিডিয়োর বন্যা তো বইবেই। সেগুলির মধ্যে খোদ আলিয়ার নজরে পড়েছে চাঁদনি নামে এক মিমিক্রি আর্টিস্টের ভিডিয়ো। ইনস্টাগ্রামে একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, আলিয়ার কণ্ঠ হুবহু নকল করেছেন তিনি। ‘ব্রহ্মাস্ত্রে’ যে কত বার শিবার নাম নিয়েছেন আলিয়া থুড়ি ঈশা, তা-ই নকল করে দেখিয়েছেন চাঁদনি। তাঁর গুণপনায় মুগ্ধ আলিয়াও। সংবাদমাধ্যমে চাঁদনির ওই ভিডিয়োর কথা বলে আলিয়ার মন্তব্য, ‘‘এটা আমার দারুণ প্রিয়। চাঁদনি নামের একটা মেয়ে আমাকে বেশ ভাল নকল করেন। ‘আলিয়া ব্রহ্মাস্ত্র’ বলে একটা মিমও করেছেন, যেখানে আমার কণ্ঠে কথা বলছেন... সত্যিই দারুণ!’’
‘ব্রহ্মাস্ত্রের’ সংলাপে এত বার শিবার নাম ছড়িয়ে রয়েছে কেন? নেটমাধ্যমেও এ প্রশ্ন উঠেছে। সে প্রশ্ন অয়নেরও কাছে পৌঁছেছে। শেষমেষ এর কারণ খোলসা করেছেন অয়ন। বলেছেন, ‘‘লোকজন এ নিয়ে বেশ মজা লুটছে। আসলে আমার অভ্যাসই হল, কথাবার্তায় সময় বার বার মানুষজনের নাম ধরে ডাকা। সেই রেশটাই আমার ছবির চিত্রনাট্যেও চলে এসেছে। আর এই সিনেমাতেও তা-ই ফুটে উঠেছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy