চিলির পর এ বার ভূমিকম্পে কেঁপে উঠল চিন। রবিবার দক্ষিণ-পশ্চিম চিনে রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৩। প্রাণহাণি না ঘটলেও আহত হয়েছেন প্রায় ২৫ জন। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। চিনের ভূকম্প তথ্য কেন্দ্র সূত্রে খবর, এ দিন স্থানীয় সময় সকাল পৌনে সাতটা নাগাদ ইউনান প্রদেশে কম্পন অনুভূত হয়। এর উত্সস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে। প্রশাসন সূত্রে খবর, এ দিনের কম্পনে প্রায় ৭০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ছ’টি শহর মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩ হাজার বাড়ি। ভূমিকম্পের উত্সস্থল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে চিনের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুত্ কেন্দ্রে কোনও প্রভাব পড়েছে কিনা তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞ দল। ইউনানের ডিজাস্টার প্রিভেনশন ইনস্টিটিউট-এর এক কর্তা ঝ্যাং জিয়াংগুয়ো জানিয়েছেন, ওই অঞ্চলগুলি কম্পনপ্রবণ কেন্দ্রে মধ্যে পড়ে। ২০১২-য় ঘন ঘন কেঁপে ওঠে ইউনান ও গুইঝাই প্রদেশ। মৃত্যু হয় ৮১ জনের। ২০০৮-এ সিচুয়ান প্রদেশে ভয়ানক ভূমিকম্পে মৃত্যু হয়েছিল প্রায় ৮০ হাজার মানুষের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy