Advertisement
৩০ নভেম্বর ২০২৪

টুকরো খবর

চার দেশ থেকে আমদানি করা সৌর বিদ্যুতের প্যানেলে এ বার শাস্তিমূলক শুল্ক (অ্যান্টি ডাম্পিং ডিউটি) বসানোর কথা ভাবছে কেন্দ্র। আমেরিকা, চিন, তাইওয়ান এবং মালয়েশিয়া থেকে আসা ওই পণ্যে প্রতি ওয়াটে ০.১১-০.৮১ ডলার শুল্ক বসানোর সুপারিশ করেছে শিল্প ও বাণিজ্য মন্ত্রক। দেশীয় সংস্থাগুলিকে সাহায্য করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে তারা।

শেষ আপডেট: ২৪ মে ২০১৪ ০২:১৭
Share: Save:

চার দেশের সৌরবিদ্যুৎ প্যানেলে শাস্তিমূলক শুল্কের প্রস্তাব

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

চার দেশ থেকে আমদানি করা সৌর বিদ্যুতের প্যানেলে এ বার শাস্তিমূলক শুল্ক (অ্যান্টি ডাম্পিং ডিউটি) বসানোর কথা ভাবছে কেন্দ্র। আমেরিকা, চিন, তাইওয়ান এবং মালয়েশিয়া থেকে আসা ওই পণ্যে প্রতি ওয়াটে ০.১১-০.৮১ ডলার শুল্ক বসানোর সুপারিশ করেছে শিল্প ও বাণিজ্য মন্ত্রক। দেশীয় সংস্থাগুলিকে সাহায্য করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে তারা। দেশীয় সংস্থাগুলির বহু দিনের অভিযোগ, ওই চার দেশের সংস্থাগুলি ভারতের বাজার কব্জা করতে ইচ্ছাকৃত ভাবে উৎপাদন খরচের থেকেও কম দামে সৌর বিদ্যুতের প্যানেল নিয়ে আসছে। এতে মার খাচ্ছে দেশীয় শিল্প। এর পরই বিষয়টি নিয়ে দেড় বছর আগে তদন্তে নামে কেন্দ্র। সম্প্রতি তদন্তে সেই অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে মন্ত্রক। আর সেই কারণেই শাস্তিমূলক শুল্ক বসানোর প্রস্তাব। যাকে স্বাগত জানিয়েছে দেশের সৌরবিদ্যুৎ শিল্প। মোদী-সরকার দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে নির্দেশ জারি করতে পারে কেন্দ্র।

রাজ্যের বাজারে এল রিলায়্যান্স সিমেন্ট

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

পশ্চিমবঙ্গের বাজারে পা রাখল রিলায়্যান্স সিমেন্ট। অনিল অম্বানীর সংস্থাটি জানিয়েছে, এ রাজ্যে বছরে ১.৪ কোটি টন সিমেন্ট লাগে। আগামী কয়েক বছরে তা ৮% হারে বাড়ার সম্ভাবনা। আর সেই সুযোগ কাজে লাগাতেই এই উদ্যোগ।

স্মার্ট ফোনে ওষুধ

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

এখন স্মার্ট ফোনেই ওষুধ কেনা যাবে ফ্র্যাঙ্ক রস ফার্মাসি থেকে। ক্রেতাদের জন্য বিশেষ এই পরিষেবা আনল তারা। এ জন্য মোবাইলে বিশেষ একটি অ্যাপ ডাউনলোড করতে হবে বলে জানিয়েছে ইমামি গোষ্ঠীর সংস্থাটি। কলকাতায় অর্ডার দেওয়ার চার ঘণ্টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ওষুধ পৌঁছে দেওয়া হবে বলে তাদের দাবি।

রিজার্ভ ব্যাঙ্কের ক্যামেরা-নির্দেশ

‘কারেন্সি চেস্ট’-এ নগদ নিয়ে কাজ করা, নোট গোনা বা তা গুছিয়ে পাঠানোর মতো সমস্ত কাজ সিসিটিভির ক্যামেরায় যাতে তোলা থাকে, ব্যাঙ্কগুলিকে সেই নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। তহবিল নিয়ে কোনও রকম অনিয়ম ঠেকানোই এর উদ্দেশ্য। কারেন্সি চেস্টের কাজকর্ম স্ট্রং রুম বা ভল্ট রুমের বাইরে হওয়ায় তা সাধারণত সিসিটিভির আওতায় আসে না। -

ওএনজিসির বিরুদ্ধে তোপ আরআইএলের

কেজি বেসিনে তাদের বিরুদ্ধে আনা ওএনজিসির গ্যাস চুরির অভিযোগ অস্বীকার করল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল)। দুই সংস্থার ব্লক পাশাপাশি থাকায় তাদেরটি থেকে রিলায়্যান্স গ্যাস তুলেছে বলে দিল্লি হাইকোর্টে গিয়েছে ওএনজিসি। আর আই এলের দাবি, গ্যাস তুলতে না-পারার ব্যর্থতা ঢাকতেই এই অভিযোগ। এ দিকে, আইওসি, বিপিসিএল ও এইচপিসিএল -কে ২০১৩-’১৪ অর্থবর্ষের জন্য রেকর্ড ৫৬,৩৮৪ কোটি টাকা ভর্তুকি দেবে ওএনজিসি। ডিজেল ও রান্নার গ্যাস বিক্রিতে তাদের কিছুটা লোকসান পুষিয়ে দিতেই কেন্দ্রের এই নির্দেশ।

গিফ্ট কার্ডে গাঁটছড়া

বাজারে নতুন গিফ্ট কার্ড আনছে স্পেনসার্স রিটেল। আর তার জন্য প্রযুক্তিগত সাহায্য পেতে কুইক-সিলভার সলিউশন্সের সঙ্গে গাঁটছড়া বাঁধল তারা। এই প্রিপেড কার্ডে ৫০০ থেকে ৯,৯৯৯ টাকা পর্যন্ত ভরা যাবে। তা ব্যবহার করা যাবে কলকাতা, শিলিগুড়ি ও দুর্গাপুরে স্পেনসার্সের হাইপার মার্কেটগুলিতে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy