মার্কিন টেক জায়ান্ট সংস্থা গুগ্লে ফের কর্মী ছাঁটাই। কাজ হারালেন কয়েকশো কর্মচারি। শুক্রবার, ১১ এপ্রিল একটি সূত্রের উল্লেখ করে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা ‘দ্য ইনফরমেশন’। সেখানে বলা হয়েছে, ছাঁটাই হওয়া কর্মীরা মূলত অ্যান্ড্রয়েড সফটঅয়্যার, পিক্সেল স্মার্টফোন এবং ক্রোম ব্রাউজ়ারের কর্মরত ছিলেন। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি গুগ্ল কর্তৃপক্ষ।
চলতি বছরের জানুয়ারিতে অভ্যন্তরীণ পুনর্গঠনের সূচনা করে মার্কিন টেক জায়ান্ট সংস্থা। তখনই একই ইউনিটের কর্মীদের স্বেচ্ছায় ইস্তফার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিন মাসের মাথায় পরিকল্পনা বদল করে পুরোপুরি ছাঁটাইয়ের রাস্তায় হাঁটল কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক গুগ্লের এক আধিকারিকের কথায়, ‘‘গত বছর এই প্ল্যাটফর্ম ও ডিভাইসের কর্মীদের একত্রিত করা হয়। তখন থেকেই আরও কর্মক্ষণ এবং চটপটে কর্মচারির খোঁজ চলছিল।’’
টেক জায়ান্ট সংস্থাটির ওই আধিকারিকের দাবি, জানুয়ারিতে স্বেচ্ছা-ইস্তফা প্রস্তাবের পাশাপাশি ছাঁটাইয়ের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু তখন এই নিয়ে কোনও হইচই হয়নি। গত ফেব্রুয়ারিতে কর্মী সংখ্যা হ্রাস করে গুগ্ল। তখন ক্লাউড বিভাগে কর্মরত অনেকে চাকরি হারিয়েছিলেন। এক মাসের মধ্যেই একই ঘটনা ঘটল এই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট সংস্থায়।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে গুগ্ল, যা এর বিশ্বব্যাপী কর্মশক্তির ছ’শতাংশ। বিশেষজ্ঞদের অনুমান, বার বার কর্মী সংখ্যা হ্রাস করে পণ্য উৎপাদনে দক্ষতা বৃদ্ধি করতে চাইছে এই মার্কিন টেক জায়ান্ট সংস্থা। পাশাপাশি, একে গুগলের সম্পদের পুনর্বণ্টন প্রচেষ্টার অঙ্গ বলে মনে করা হচ্ছে।