Myanmar Earthquake

মায়ানমারে ‘উচ্চ মাত্রার জরুরি পরিস্থিতি’, সাহায্য চাইল হু, আশ্বাস দিলেও এখনও টাকা বা ত্রাণ পাঠায়নি ট্রাম্পের আমেরিকা

শুক্রবার ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমার। সে দেশের সামরিক জুন্টা সরকার জানিয়েছে, রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়ে গিয়েছে। আহত হাজার হাজার মানুষ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ০৯:১৮
WHO says Myanmar earthquake was a top level emergency

মায়ানমারে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধারের চেষ্টা চলছে। ছবি: রয়টার্স।

মায়ানমারে ভূমিকম্পের ফলে ‘উচ্চ মাত্রার জরুরি পরিস্থিতি’ তৈরি হয়েছে। এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই পরিস্থিতির মোকাবিলার জন্য বিভিন্ন দেশের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। হু জানিয়েছে, মায়ানমারে মানুষের প্রাণ বাঁচাতে এবং তাঁদের সংক্রামক রোগের হাত থেকে বাঁচাতে অন্তত ৮০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৬৮ কোটি ৪৫ লক্ষ টাকা) আর্থিক সাহায্য প্রয়োজন। আগামী ৩০ দিনের মধ্যে এই সাহায্য না পাওয়া গেলে পরিস্থিতির আরও অবনতি হবে। মায়ানমারের তহবিলে সাহায্যের জন্য যে কোনও দেশকে এগিয়ে আসার অনুরোধ করেছে হু। ইতিমধ্যে একাধিক দেশ মায়ানমারে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। ভারত থেকে ত্রাণসামগ্রী নিয়ে বিমান পৌঁছে গিয়েছে ইয়াংগনে। ভারত, চিন, মালয়েশিয়া-সহ একাধিক দেশ সাহায্য পাঠিয়েছে। কিন্তু বিশ্বের ধনীতম দেশ আমেরিকা থেকে এখনও কোনও সাহায্য আসেনি।

Advertisement

শুক্রবার প্রথমে ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমার। এর পর একের পর এক ভূকম্প পরবর্তী কম্পনে কেঁপেছে দেশটি। সে দেশের সামরিক জুন্টা সরকার জানিয়েছে, রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়ে গিয়েছে। আহত হাজার হাজার মানুষ। ভূমিকম্পে বহু বাড়িঘর, রাস্তা, সেতু ভেঙে পড়েছে। মায়ানমারের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিন দিন কেটে গেলেও এখনও আমেরিকা থেকে কোনও সাহায্যকারী দল মায়ানমারে পৌঁছোয়নি। কোনও অর্থসাহায্যও করা হয়নি।

দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ট্রাম্প আন্তর্জাতিক উন্নয়নের জন্য আমেরিকার বরাদ্দ তহবিলে (ইউএসএইড) রাশ টেনেছেন। একাধিক দেশে মার্কিন অর্থসাহায্য বন্ধ করে দিয়েছেন। তাঁর সেই সিদ্ধান্তের প্রভাব মায়ানমারের সাহায্যের ক্ষেত্রেও পড়ছে বলে অনেকের মত। এই সংক্রান্ত বিষয়ে ওয়াকিবহালদের কেউ কেউ জানিয়েছেন, আমেরিকা থেকে আন্তর্জাতিক সাহায্য মূল্যায়নকারী দল মায়ানমারে বুধবারের আগে পৌঁছোবে না। তাঁরা এ-ও মেনে নিচ্ছেন, মায়ানমারে সাহায্যের বিষয়ে আমেরিকা কিছুটা ধীর গতিতে এগোচ্ছে।

মায়ানমারের কম্পন টের পাওয়া গিয়েছে চিনেও। ইতিমধ্যে সে দেশে চিনের উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে। চিন থেকে পাঠানো হয়েছে বিশেষ প্রশিক্ষিত কুকুরের দল, যারা ধ্বংসস্তূপ থেকে গন্ধ শুঁকে মৃতদেহ টেনে বার করতে পারে। এ ছাড়া, মায়ানমারের জন্য ইতিমধ্যে ১ কোটি ৪০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা) আর্থিক সাহায্য ঘোষণা করেছে বেজিং। চিন থেকে পাঠানো হয়েছে ১২৬ জনের উদ্ধারকারী দল, ওষুধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এ ছাড়া, রাশিয়া, তাইল্যান্ড, ভিয়েতনাম থেকেও সাহায্য গিয়েছে। আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, মায়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এখনও ধ্বংসস্তূপে বহু মানুষ আটকে আছেন। ভূমিকম্পবিধ্বস্ত অনেক জায়গায় এখনও পৌঁছোতেই পারেননি উদ্ধারকারীরা।

Advertisement
আরও পড়ুন